বিনোদন ডেস্ক : কিং খান, দ্য বাদশাহ অব বলিউড,
দ্য কিং অব বলিউড, দ্য কিং অব রোমান্স
বিশেষণগুলো বলিউড তারকা শাহরুখ খানের নামের
সঙ্গেই উচ্চারণ হয়ে থাকে। আজ এ
তারকা পা রাখছেন ৪৯-এ। ১৯৬৫ সালের এই
দিনে তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন।
এ বছর আজকের এই বিশেষ দিনটি শত ব্যস্ততার
মাঝেও নিজের জন্যই বরাদ্দ রেখেছেন কিং খান।
পরিবার ও প্রিয় বন্ধুদের নিয়েই কাটবে তার
আজকের দিনটি। সেই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন
মাধ্যমে ভক্তদের কাছ থেকে জন্মদিনের
শুভেচ্ছা গ্রহণ করবেন তিনি। এছাড়া বিশেষ
একটি চমকপূর্ণ আয়োজন থাকার কথা রয়েছে আজকের
দিনকে ঘিরে। যা শাহরুখ আগে থেকে না জানালেও
তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে,
প্রদর্শনচলতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির
আকাশছোঁয়া সাফল্য উদযাপনই থাকবে এ আয়োজনে।
১৯৯২ সালে শাহরুখ খান তার অভিনীত প্রথম
ছবি ‘দিওয়ানা’তে অভিনয় করে বেশ সফল হন।
এরপর একাধিক ছবিতে নিয়মিত অভিনয়
করতে থাকেন। ছবিগুলোতে অভিনয় করে নিয়মিত
পুরস্কারও পান তিনি। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য
ছবিগুলো হলো ‘ডর’ (১৯৯৩ সাল),
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫),
‘দিলতো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুচ কুচ
হোতা হ্যায়’ (১৯৯৮)। ১৯৯৯ সালে তার অভিনীত
‘বাদশাহ’ ছবিটি এখন পর্যন্ত বলিউডের ইতিহাস
সৃষ্টিকারী ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে একটি।
বলিউডের চার খান শাহরুখ খান, সালমান খান,
সাইফ আলী খান, আমির খানের মধ্যে এগিয়ে আছেন
শাহরুখ। সাম্প্রতিক সময়ে তার অভিনীত হিট
ছবিগুলো হলো- ‘চাক দে ইন্ডিয়া’, ‘ওম শান্তি ওম’,
‘মাই নেম ইজ খান’, ‘রা.ওয়ান’ এবং ‘ডন টু’, ‘জাব
তাক হ্যায় জান’, ‘চেন্নাই এক্সপ্রেস’
এবং ‘হ্যাপি নিউ ইয়ার’। শাহরুখ খানের
বিপরীতে এযাবৎকালের সেরা জুটি কাজল
এবং জুহি চাওলা। এর মাঝে বন্ধু জুহি চাওলার
সঙ্গে একটি প্রোডাকশন কোম্পানি গড়ে তোলেন
তিনি।
দ্য কিং অব বলিউড, দ্য কিং অব রোমান্স
বিশেষণগুলো বলিউড তারকা শাহরুখ খানের নামের
সঙ্গেই উচ্চারণ হয়ে থাকে। আজ এ
তারকা পা রাখছেন ৪৯-এ। ১৯৬৫ সালের এই
দিনে তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন।
এ বছর আজকের এই বিশেষ দিনটি শত ব্যস্ততার
মাঝেও নিজের জন্যই বরাদ্দ রেখেছেন কিং খান।
পরিবার ও প্রিয় বন্ধুদের নিয়েই কাটবে তার
আজকের দিনটি। সেই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন
মাধ্যমে ভক্তদের কাছ থেকে জন্মদিনের
শুভেচ্ছা গ্রহণ করবেন তিনি। এছাড়া বিশেষ
একটি চমকপূর্ণ আয়োজন থাকার কথা রয়েছে আজকের
দিনকে ঘিরে। যা শাহরুখ আগে থেকে না জানালেও
তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে,
প্রদর্শনচলতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির
আকাশছোঁয়া সাফল্য উদযাপনই থাকবে এ আয়োজনে।
১৯৯২ সালে শাহরুখ খান তার অভিনীত প্রথম
ছবি ‘দিওয়ানা’তে অভিনয় করে বেশ সফল হন।
এরপর একাধিক ছবিতে নিয়মিত অভিনয়
করতে থাকেন। ছবিগুলোতে অভিনয় করে নিয়মিত
পুরস্কারও পান তিনি। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য
ছবিগুলো হলো ‘ডর’ (১৯৯৩ সাল),
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫),
‘দিলতো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুচ কুচ
হোতা হ্যায়’ (১৯৯৮)। ১৯৯৯ সালে তার অভিনীত
‘বাদশাহ’ ছবিটি এখন পর্যন্ত বলিউডের ইতিহাস
সৃষ্টিকারী ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে একটি।
বলিউডের চার খান শাহরুখ খান, সালমান খান,
সাইফ আলী খান, আমির খানের মধ্যে এগিয়ে আছেন
শাহরুখ। সাম্প্রতিক সময়ে তার অভিনীত হিট
ছবিগুলো হলো- ‘চাক দে ইন্ডিয়া’, ‘ওম শান্তি ওম’,
‘মাই নেম ইজ খান’, ‘রা.ওয়ান’ এবং ‘ডন টু’, ‘জাব
তাক হ্যায় জান’, ‘চেন্নাই এক্সপ্রেস’
এবং ‘হ্যাপি নিউ ইয়ার’। শাহরুখ খানের
বিপরীতে এযাবৎকালের সেরা জুটি কাজল
এবং জুহি চাওলা। এর মাঝে বন্ধু জুহি চাওলার
সঙ্গে একটি প্রোডাকশন কোম্পানি গড়ে তোলেন
তিনি।
No comments:
Post a Comment