স্পোর্টস ডেস্ক : লা লিগায় আজ সেল্টা ভিগো’র
বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির
বার্সেলোনা। এ ম্যাচে মেসি একটি গোল
করতে পারলে লা লিগার সর্বকালের সর্বোচ্চ
গোলদাতা তেলমো জারাকে ছুঁয়ে ফেলবেন।
জারা ১৯৪০-১৯৫৫ সাল পর্যন্ত
অ্যাটলেটিকো বিলবাওর হয়ে খেলে ২৫০ গোল
করেছিলেন।
মেসির গোল সংখ্যা এখন ২৪৯টি। আর দুটি গোল
করতে পারলে হয়ে যাবেন লা লিগার ইতিহাসের
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এটা নিশ্চিত
করেই বলা যায়,
মেসি চলতি মৌসুমে ছাড়িয়ে যাবেন তাকে। আর
সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে অনেকেই আজ চোখ
রাখবে বার্সেলোনা ও সেল্টা ভিগোর ম্যাচে।
বাংলাদেশ সময় রাত ১টায় ন্যু
ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা-সেল্টা ভিগো।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-
ওয়ান।
বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির
বার্সেলোনা। এ ম্যাচে মেসি একটি গোল
করতে পারলে লা লিগার সর্বকালের সর্বোচ্চ
গোলদাতা তেলমো জারাকে ছুঁয়ে ফেলবেন।
জারা ১৯৪০-১৯৫৫ সাল পর্যন্ত
অ্যাটলেটিকো বিলবাওর হয়ে খেলে ২৫০ গোল
করেছিলেন।
মেসির গোল সংখ্যা এখন ২৪৯টি। আর দুটি গোল
করতে পারলে হয়ে যাবেন লা লিগার ইতিহাসের
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এটা নিশ্চিত
করেই বলা যায়,
মেসি চলতি মৌসুমে ছাড়িয়ে যাবেন তাকে। আর
সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে অনেকেই আজ চোখ
রাখবে বার্সেলোনা ও সেল্টা ভিগোর ম্যাচে।
বাংলাদেশ সময় রাত ১টায় ন্যু
ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা-সেল্টা ভিগো।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-
ওয়ান।
No comments:
Post a Comment