Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, October 21, 2014

নাবালিকাকে বিয়ে করতে গিয়ে শ্রীঘরে প্রবাসী

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার
বগাদানা ইউনিয়নের
মান্দারী গ্রামে বাল্যবিবাহের
অপরাধে বরকে ২০ দিনের কারাদণ্ডাদেশ
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার এ
আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বগাদানা গ্রামের
ইব্রাহীম খলিলের প্রবাসী ছেলে ইমাম হোসেনের
(২১) সঙ্গে মঙ্গলবার মান্দারী গ্রামের মানিক
মিকারের মেয়ে মাদরাসা ছাত্রী তহুরা আক্তার
কাজলের (১৫) বিয়ের দিন ধার্য ছিল।
সাজসজ্জাসহ সব আয়োজনও প্রায় সম্পন্ন ছিল। খবর
পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লূৎফুন নাহার
বিয়েবাড়িতে গিয়ে বর ও কনের বয়স যাচাই
করেন।
এ সময় মেয়ের বয়স ১৫ বছর হওয়ায় বিয়ের আসর
থেকে বর ইমাম হোসেনকে আটক করে থানায়
নিয়ে যান।
এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমাম
হোসেনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সোনাগাজী মডেল থানার পুলিশ আদালতের
মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।

No comments: