বিনোদন ডেস্ক : একের পর এক ছক্কা যেন
হেঁকেই চলেছেন অনন্ত জলিল। এমন সব কাজ
করে চলেছেন যা কিনা বাংলাদেশের
ইতিহাসে অপর কোন নায়ক করেন নি,
কিংবা কখনো যে করা হবে কেউ ভেবেও দেখেন
নি। হলিউড কিংবা বলিউডের বড় বড়
নায়কদের পোশাক নিয়ে প্রদর্শনী হয়,
সেগুলো নিলামে ওঠে- এসব কথা তো এতদিন
অনেক শুনেছেন, তাই না?
তাহলে এবার জেনে রাখুন, আমাদের
ঢালিউড সুপার স্টার অনন্ত জলিলের
পরিছিত বিশেষ পোশাকগুলো নিয়েই অনুষ্ঠিত
হতে যাচ্ছে প্রদর্শনী। তবে হ্যাঁ, সেটার
জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আরও
কয়েকটি মাস। এই বছরের শেষে অনুষ্ঠিত হবে এই
বিশেষ শো।
জানা গেছে যে, আগামী ২১ ও ২২
ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও
হোটেলে ‘মোস্টওয়েলকাম’, ‘হৃদয়ভাঙা ঢেউ’,
‘স্পিড’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট
ওয়েলকাম টু’ ছবিগুলোতে অনন্তের পোশাক
নিয়ে এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সমাপনী দিনে মঞ্চে ক্যাটওয়াক করবেন
তিনি।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘সোনারগাঁও হোটেলের
উৎসাহে এ প্রদর্শনীটি হবে। পুরো অনুষ্ঠানের
পরিকল্পনার কাজ চলছে।’
এদিকে তিনি নতুন ছবি ‘দ্য স্পাই’ এর কাজ
শুরু করে দিয়েছেন। এখন চলছে পোস্টার
ডিজাইনের কাজ। চিত্রনাট্যও প্রায় তৈরি।
যদিও বর্ষা মা হতে চলেছেন, তবু
জানা গিয়েছে যে বরশাই হবেন এই ছবির
নায়িকা।
হেঁকেই চলেছেন অনন্ত জলিল। এমন সব কাজ
করে চলেছেন যা কিনা বাংলাদেশের
ইতিহাসে অপর কোন নায়ক করেন নি,
কিংবা কখনো যে করা হবে কেউ ভেবেও দেখেন
নি। হলিউড কিংবা বলিউডের বড় বড়
নায়কদের পোশাক নিয়ে প্রদর্শনী হয়,
সেগুলো নিলামে ওঠে- এসব কথা তো এতদিন
অনেক শুনেছেন, তাই না?
তাহলে এবার জেনে রাখুন, আমাদের
ঢালিউড সুপার স্টার অনন্ত জলিলের
পরিছিত বিশেষ পোশাকগুলো নিয়েই অনুষ্ঠিত
হতে যাচ্ছে প্রদর্শনী। তবে হ্যাঁ, সেটার
জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আরও
কয়েকটি মাস। এই বছরের শেষে অনুষ্ঠিত হবে এই
বিশেষ শো।
জানা গেছে যে, আগামী ২১ ও ২২
ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও
হোটেলে ‘মোস্টওয়েলকাম’, ‘হৃদয়ভাঙা ঢেউ’,
‘স্পিড’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট
ওয়েলকাম টু’ ছবিগুলোতে অনন্তের পোশাক
নিয়ে এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সমাপনী দিনে মঞ্চে ক্যাটওয়াক করবেন
তিনি।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘সোনারগাঁও হোটেলের
উৎসাহে এ প্রদর্শনীটি হবে। পুরো অনুষ্ঠানের
পরিকল্পনার কাজ চলছে।’
এদিকে তিনি নতুন ছবি ‘দ্য স্পাই’ এর কাজ
শুরু করে দিয়েছেন। এখন চলছে পোস্টার
ডিজাইনের কাজ। চিত্রনাট্যও প্রায় তৈরি।
যদিও বর্ষা মা হতে চলেছেন, তবু
জানা গিয়েছে যে বরশাই হবেন এই ছবির
নায়িকা।
posted from Bloggeroid
No comments:
Post a Comment