Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 24, 2014

সরকার আরেকটু পচুক তারপর কর্মসূচি : খালেদা জিয়া

সরকার আরেকটু পচুক তারপর কর্মসূচি : খালেদা জিয়া
বন্দুকের নল স্থির থাকে না
র্যাব বিলুপ্ত করুন
অতিমাত্রায় বাড়া ভালো না
পচা সরকারের দুই পয়সা দাম নেই
অবিলম্বে নির্দলীয় নিরপে সরকারের অধীনে সংসদ
নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া বলেছেন, অবৈধ সরকার বন্দুকের
জোরে ক্ষমতায় টিকে আছে। কিন্তু বন্দুকের নল সব সময়
স্থির থাকে না। নির্বাচন
দিতে দেরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তখন আর কিছুই করতে পারবেন না।
এখনো কর্মসূচি দেইনি। তাতেই সরকারের কী অবস্থা!
নিজেরা নিজেরা খুন হচ্ছে। আরো একটু পচুক।
আরো গলুক। দেশের মানুষ আরো ঘৃণা করুক। করুণ
পরিণতি হবে সরকারের। তাদের মারামারি প্রমাণ
করে সরকারের সময় ফুরিয়ে এসেছে। তারপর সময়মতোই
কর্মসূচি দেবো ...


Posted via Blogaway

No comments: