Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label political news. Show all posts
Showing posts with label political news. Show all posts

Saturday, May 24, 2014

সরকার আরেকটু পচুক তারপর কর্মসূচি : খালেদা জিয়া

সরকার আরেকটু পচুক তারপর কর্মসূচি : খালেদা জিয়া
বন্দুকের নল স্থির থাকে না
র্যাব বিলুপ্ত করুন
অতিমাত্রায় বাড়া ভালো না
পচা সরকারের দুই পয়সা দাম নেই
অবিলম্বে নির্দলীয় নিরপে সরকারের অধীনে সংসদ
নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া বলেছেন, অবৈধ সরকার বন্দুকের
জোরে ক্ষমতায় টিকে আছে। কিন্তু বন্দুকের নল সব সময়
স্থির থাকে না। নির্বাচন
দিতে দেরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তখন আর কিছুই করতে পারবেন না।
এখনো কর্মসূচি দেইনি। তাতেই সরকারের কী অবস্থা!
নিজেরা নিজেরা খুন হচ্ছে। আরো একটু পচুক।
আরো গলুক। দেশের মানুষ আরো ঘৃণা করুক। করুণ
পরিণতি হবে সরকারের। তাদের মারামারি প্রমাণ
করে সরকারের সময় ফুরিয়ে এসেছে। তারপর সময়মতোই
কর্মসূচি দেবো ...


Posted via Blogaway

Thursday, May 22, 2014

ওয়াশিংটনে রাষ্ট্রদূত আকরামুল কাদেরের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন
ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত
আকরামুল কাদেরের বিদায়
সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত
২০ মে মঙ্গলবার ভার্জিনিয়ার
স্প্রিংফিল্ডস্থ
নিরালা রেস্টুরেন্টের ব্যাংকোয়েট
হলে এ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
হয়। চার বছর নয় মাস
প্রতিমন্ত্রীর মর্যাদায়
হিসাবে দায়িত্ব পালন শেষে জুনের
শুরুতেই দেশে ফিরে যাচ্ছেন
রাষ্ট্রদূত আকরামুল কাদের।
গ্রেটার
ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশিদের
একটি বলয়ের
আয়োজনে এতে কমিউনিটি সংগঠন-
বাংলাদেশ সেন্টার ফর
কমিউনিটি ডেভেলমেন্ট ইঙ্ক
(বিসিসিডিআই), গ্রুপ সংগঠন-
"ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি",
"গানের ছোঁয়ায় কবিতা",
"ওরা এগারো জন", একতারা,,
রাজনৈতিক সংগঠন
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ,
ব্যবসায়ী প্রতিষ্ঠান পিপল এন
টেক এবং বোস ল ফার্ম
এবং ব্যক্তি হিসাবে ড. নকিব
চৌধুরী এবং নুরুল আমীন নুরু এই
আয়োজনে শরিক হন।
বিদায়ের চিরাচরিত বেদনাদায়ক
পরিবেশে ভয়েস অব
আমেরিকা বাংলা বিভাগের প্রধন
রোকেয়া হায়দারের প্রাণবন্ত
উপস্থাপনায় আয়োজক
সংগঠনগুলি থেকে দুইজন
করে বক্তব্য দেন। তারা হলেন
বিসিসিডিআই-এর সাধারণ
সম্পাদক আমিনুল
হুদা ছুটি এবং পরিচালক দীপক
বড়ুয়া, ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর
আবু মোহম্মদ রুমি এবং আকতার
হোসেন, "গানের ছোয়ায় কবিতা"
গ্রুপের দস্তগীর জাহাংগীর,
সিলিকা কনা, "ওরা এগারো জন"
এর আব্দুস সাত্তার,
একতারা গ্রুপের শেখ
মাওলা মিলন, মোহম্মদ হোসেন
রাজীব, মেট্রো ওয়াশিংটন
আওয়ামী লীগের ড. শাহজাহান
মাহমুদ, মাহমুদুন্নবী বাকী, পিপল
এন টেকের আবু হানিপ
এবং ফারহানা হানিপ, বোস ল
ফার্মের এটর্নি সুদীপ বোস, ড.
নকিব চৌধুরী এবং নুরুল আমীন
নুরু। অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন
প্রাক্তন রাষ্ট্রদূত পররাষ্ট্র
সচিব ফারুক সোবহান।
বক্তারা তাদের
বক্তব্যে রাষ্ট্রদূত আকরামূল
কাদের এবং দূতাবাসে তাদের
সংগঠনের বেনিফিসিয়ারির গল্প
কৃতজ্ঞতা সহকারে যেমন
তুলে ধরেন তেমনি তাদের
ব্যক্তিগত সুখ
স্মৃতি নিয়ে আলোকপাত করেন।
অনেকেই একজন ঝানু কূটনীতিক
আকরামূল কাদের তাদের
কাছে কিভাবে প্রিয় "কাদের ভাই"
হয়ে উঠেন তা তুলে ধরেন।
কারো কারো ব্যক্তিগত
অভিজ্ঞতার বক্তব্যে তার কিছু
বিরল গুনাবলীর কথা প্রকাশ
পেয়েছে, তা সমাবেশ স্থলে জনাব
আকরামুল
কাদেরকে নিয়ে গেছে এক দারুন
উচ্চতায়। আব্দুস সাত্তারের টাই
ঠিক করে দেওয়া,
গুণী শিল্পী ডরথী বোসকে নিজের
প্ল্যাট থেকে মাছ তুলে দেওয়া তার
বিরল বৈশিষ্ট্যগুলিকে সমাবেশ
স্থলে আলোকিত হয়ে উঠে। জনাব
আকরামূল কাদের তার কর্মের
মধ্যে দিয়ে প্রবাসে নতুন
প্রজন্মকে
প্রেরণা জুগিয়েছে নানা ভাবে।
সভায়
বক্তরা অতি উৎসাহী হয়ে কিছু
ভূল তথ্য পরিবেশন করেন,
এটা সম্ভবত তাদের
অজ্ঞতা কিংবা অতি আবেগ
প্রবণতার কারণে বিচ্যুতি। সভায়
শুধু মাত্র আয়োজকদের
মধ্যে আলোচনা সীমাবদ্ধ করার
কারনে এই বিদায়
সংবর্ধনাটি যে সার্বজনীনতার
সুযোগ তৈরি করেছিল
তা আলোকিত হয়নি।
আয়োজকরা সংকীর্ণ
চিন্তা চেতনার
বাইরে নিজেরা একজন
করে বক্তব্য
দিয়ে অনুষ্ঠানে উপস্থিত
সুধীজনদের বক্তব্য প্রদানের
সুযোগ
তৈরি করলে আরো শোভনীয়
হতো বলেই অনুস্থানে উপস্থিত
অনেকেই মনে করেছেন।
তবে মঞ্চে বক্তাদের
বক্তব্যে এবং সাউড টেবিলের
আলোচনা থেকে একটি বিষয়
প্রতিয়মান হয়েছে মানুষ
হিসাবে তার সরলতা,
শ্রেণী চেতনা আর বৈষম্যের
অচলয়ায়নে ভেংগে জনাব কাদের
প্রবাসী বাঙালিদের আপন
করে নিতে পেরেছিল। এটা ছিল
তার এক অন্যন্য সাধারণ গুণ।
ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ
দূতাবাসের
সাথে প্রবাসী বাংলাদেশিদের
যে নিবির এবং নৈকট্যের সম্পর্ক
তৈরিতে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন
কবির যে সূচনা করেছিলেন
এবং অবদান রেখে গিয়েছিলেন
জনাব আকরামুল কাদের সেই
ধারাবাহিকতা রক্ষা করে এই
বন্ধন আরো নিবির
এবং শক্তিশালী করেছেন। আর
এর মধ্য দিয়ে তিনি বৃহত্তর
ওয়াশিংটনের
বাংলাদেশি কমিউনিটির কাছে তিনি
গ্রহনযোগ্য ব্যক্তিত্ব
হিসাবে নিজেকে
তুলে ধরতে সক্ষম হয়েছেন।
শারিরিক অসুস্থতা সত্ত্বেয়
রাষ্ট্রদূত আকরামুল কাদের তার
সংক্ষিপ্ত
ওয়াশিংটনেঅবস্থানকালেতাকেবিভিন্ন
ভাবে সহযোগীতা করার জন্য
ওয়াশিংটনবাসীর
প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে জনাব আকরামুল
কাদেরই ওয়াশিংটনে বাংলাদেশের
প্রথম রাষ্ট্রদূত যিনি বরণ
সংবর্ধনা এবং বিদায়
সংবর্ধনা লাভ কররেন। ২০০৯
সালে মার্চে গ্রেটার ওয়াশিংটনের
বৃহত্তম এবং প্রাতিষ্ঠানিক দুই
সংগঠন-বাংলাদেশ অ্যাসোশিয়েশন
অব আমেরিকা (বাই)
এবং বাংলাদেশ এসোশিয়েশন অব
গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)
যৌথ আয়োজনে এই
সংবর্ধনা দেওয়া হয়। বিদায়
সংবর্ধনা অনুষ্ঠানে কিছু মান
অভিমানে এই বৃহত
দুটি কমিউনিটি সংগঠনসহ
আরো অনেক সংগঠন না থাকলেও
ব্যক্তি আকরামুল কাদেরের
প্রতি রয়েছে তাদের শ্রদ্ধা।
একজন মুক্তিযোদ্ধা হিসাবে ধর্ম
বর্ণ গোত্র
নির্বিশেষে তিনি একজন
সার্বজনীন শ্রদ্বেয়
ব্যক্তি হিসাবে গ্রেটার ওয়াশিংটন
প্রবাসী মানুষের কাছে সমাদৃত
এবং স্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত সাংষ্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সঙ্গীত পরিবেশন করেন দিনার
জাহাঙ্গীর, আবু রুমি, ও কালাচাঁদ
সরকার। আবৃত্তি করেন
সিলিকা কনা।
নৈশভোজে আপ্যায়নের মধ্য
দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Posted via Blogaway

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী দেবে না আ.লীগ

নিজস্ব প্রতিবেদক :
গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের
সভা। নারায়ণগঞ্জ-৫ আসনের
উপনির্বাচনে প্রার্থী দেবে না ক্ষমতাসীন
আওয়ামী লীগ। এই আসন জাতীয়
পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত
নিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার
গণভবনে দলটির সংসদীয় বোর্ডের সভায় এ
সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের সংসদীয়
বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ
তথ্য জানিয়ে বলেন, ‘এই সিট (আসন)
আমরা আগেই তো জাতীয়
পার্টিকে দিয়েছিলাম। সুতরাং এই
আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত
নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।’
আওয়ামী লীগের সভানেত্রী ও দলটির
সংসদীয় বোর্ডের প্রধান শেখ হাসিনার
সভাপতিত্বে ওই বৈঠকে আরও উপস্থিত
ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের
সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক
সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর
সদস্য কাজী জাফর উল্যাহ, দপ্তর সম্পাদক
আবদুস সোবহান প্রমুখ।
দলটির একটি ঘনিষ্ঠ সূত্র প্রথম
আলোকে জানায়, আওয়ামী লীগ চায় জাতীয়
পার্টিকে ছেড়ে দেওয়া ওই আসন জাতীয়
পার্টি নিজেদের মতো করে প্রার্থী নির্ধারণ
করুক।
নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল
ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত
খুনের ঘটনায় নারায়ণগঞ্জ এখন উত্তপ্ত।
আর এ উপনির্বাচনে দলের একাধিক
প্রার্থী। তা ছাড়া এটা জাতীয়
পার্টিকে ছেড়ে দেওয়া আসন। সুতরাং সবকিছু
বিবেচনা করে দলটি নতুন কোনো ঝামেলায়
না যাওয়ার সিদ্ধান্ত
নিয়েছে বলে মনে করা হচ্ছে।
এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয়
পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য
সাংসদ নাসিম ওসমানের
মৃত্যুতে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী,
আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের
মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৬
জুন এ আসনে ভোট গ্রহণ করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ২৯ মে,
বাছাই ১ জুন এবং মনোনয়নপত্র
প্রত্যাহারের শেষ দিন আগামী ৯ জুন।


Posted via Blogaway

Tuesday, May 20, 2014

উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে চাইছে আ.লীগ: বিএনপি

নিজস্ব প্রতিবেদক :
ফেনীতে আওয়ামী লীগ সমর্থিত
চেয়ারম্যান হত্যার পর উদোর
পিন্ডি বুদোর
ঘাড়ে চাপাতে বিএনপির নেতা-
কর্মীদের বাসায় হামলা, লুটপাট
চালানো হচ্ছে বলে অভিযোগ
করেছে বিএনপি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এক
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর এই অভিযোগ করেন।
বিবৃতিতে দাবি করা হয়,
ফুলগাজী উপজেলায় আওয়ামী লীগ
সমর্থিত উপজেলা চেয়ারম্যান
একরামুল হককে দলীয় কোন্দলের
কারণে আওয়ামী সন্ত্রাসীরা গাড়িতে আগুন
দিয়ে হত্যা করে। এর পর উদোর
পিন্ডি বুদোর
ঘাড়ে চাপাতে তারা এখন গত
উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত
চেয়ারম্যান প্রার্থী মাহতাব
উদ্দিন চৌধুরী মিনারসহ নেতা-
কর্মীদের বাসায় বাসায় হামলা,
অগ্নিসংযোগ ও লুটপাট করছে। এর
তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি,
অবৈধ সরকার জনসমর্থন হারিয়ে এখন
পুলিশ আর দলীয় ক্যাডারদের ওপর ভর
করেছে। বর্তমান অবৈধ সরকারের
আশ্রয়ে প্রশয়ে আওয়ামী ক্যাডাররা এখন
এতোটাই বেপরোয়া ও লাগামহীন যে,
নারায়ণগঞ্জসহ দেশের সর্বত্র
নিজেরা নিজেরা খুন-
খারাপিতে লিপ্ত রয়েছে।
অপরদিকে এ সব খুনোখুনির দায়
বিএনপি নেতা-কর্মীদের ওপর
চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’
ফখরুল বলেন, আওয়ামী লীগ বরাবরই
নিজের দ্বারা সংঘটিত অপকর্মের
দায়ভার অন্যের ওপর
চাপাতে পারদর্শী।
তিনি অবিলম্বে হত্যাকারীদের
গ্রেপ্তারের দাবি জানান।


Posted via Blogaway