বিনোদন ডেস্ক :
অনস্ক্রিনে খোলামেলা দৃশ্যে সাহসের
জুড়ি নেই কারিনা কাপুরের। অসংখ্যবার
বিকিনি পরে পর্দায় হাজির হয়েছেন
কারিশমার এ বোনটি। আর ছোট
খোলামেলা পোশাক এবং ঘনিষ্ঠ
দৃশ্যে কারিনা যথেষ্ট স্বচ্ছন্দ্যও বটে।
সমালোচকদের দৃষ্টিতে অভিনয়ে কারিনার
জুড়ি নেই। তবে সাফল্যের
পেছনে খোলামেলা ও অন্তরঙ্গ
দৃশ্যে কারিনার জিরো ফিগারের
উপস্থিতিও কম অবদান রাখেনি।
প্রথম দিকের
সিনেমাগুলোতে কয়েকটা গানের দৃশ্য
ছাড়া সেরকমভাবে আবেদনময়ী দৃশ্য
ছবিতে থাকত না বললেই চলে।
ধীরে ধীরে ছবিতে খোলামেলা আর
আবেদনময়ী দৃশ্যের পরিধি যেমন
বাড়তে থাকে,
একইসঙ্গে বাড়তে থাকে কারিনার
জনপ্রিয়তা। কারিনাও পরিচালকদের
চাহিদামত
নিজেকে আবেদনময়ী রূপে হাজির
করতে থাকেন। ‘অশোকা’র
কারিনাকে দর্শকরা সম্পূর্ণ অন্য
লুকে আবিস্কার করে ‘চামেলি’, ‘যুবা’,
‘থ্রি ইডিয়টস’, ‘ওমকারা’, ‘বিল্লু’
‘কাভি খুশি কাভি গাম’- এর
মতো ছবিগুলোতে।
এরপরে শাহরুখের সঙ্গে ‘রা-ওয়ান’ করলেন।
কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল করিনার
‘হিরোইন’। মধুর ভান্ডারকরের এই
ছবিতে কারিনা একজন নায়িকা।
সিনেমার গল্পে দেখা যায়, নায়িকাসুলভ
খ্যাতি ধরে রাখতে কিংবা রাতারাতি জনপ্রিয়
হতে তিনি নিজের প্রেমিকের
সঙ্গে সঙ্গমের দৃশ্যের ভিডিও ক্লিপ
বানিয়ে বাজারে ছেড়ে দেন।
এই সিনেমার জন্য কারিনা প্রচুর ওজন
কমিয়েছিলেন। একজন নায়িকার মত চর্চিত
চেহারা গড়ে তোলাও যেমন তার লক্ষ্য
ছিল, অর্জুন রামপালের সঙ্গে একাধিক
শয্যাদৃশ্য থাকায় তিনি তার
চেহারা নিয়ে আরো সচেতন ছিলেন।
অনস্ক্রিনে খোলামেলা দৃশ্যে সাহসের
জুড়ি নেই কারিনা কাপুরের। অসংখ্যবার
বিকিনি পরে পর্দায় হাজির হয়েছেন
কারিশমার এ বোনটি। আর ছোট
খোলামেলা পোশাক এবং ঘনিষ্ঠ
দৃশ্যে কারিনা যথেষ্ট স্বচ্ছন্দ্যও বটে।
সমালোচকদের দৃষ্টিতে অভিনয়ে কারিনার
জুড়ি নেই। তবে সাফল্যের
পেছনে খোলামেলা ও অন্তরঙ্গ
দৃশ্যে কারিনার জিরো ফিগারের
উপস্থিতিও কম অবদান রাখেনি।
প্রথম দিকের
সিনেমাগুলোতে কয়েকটা গানের দৃশ্য
ছাড়া সেরকমভাবে আবেদনময়ী দৃশ্য
ছবিতে থাকত না বললেই চলে।
ধীরে ধীরে ছবিতে খোলামেলা আর
আবেদনময়ী দৃশ্যের পরিধি যেমন
বাড়তে থাকে,
একইসঙ্গে বাড়তে থাকে কারিনার
জনপ্রিয়তা। কারিনাও পরিচালকদের
চাহিদামত
নিজেকে আবেদনময়ী রূপে হাজির
করতে থাকেন। ‘অশোকা’র
কারিনাকে দর্শকরা সম্পূর্ণ অন্য
লুকে আবিস্কার করে ‘চামেলি’, ‘যুবা’,
‘থ্রি ইডিয়টস’, ‘ওমকারা’, ‘বিল্লু’
‘কাভি খুশি কাভি গাম’- এর
মতো ছবিগুলোতে।
এরপরে শাহরুখের সঙ্গে ‘রা-ওয়ান’ করলেন।
কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল করিনার
‘হিরোইন’। মধুর ভান্ডারকরের এই
ছবিতে কারিনা একজন নায়িকা।
সিনেমার গল্পে দেখা যায়, নায়িকাসুলভ
খ্যাতি ধরে রাখতে কিংবা রাতারাতি জনপ্রিয়
হতে তিনি নিজের প্রেমিকের
সঙ্গে সঙ্গমের দৃশ্যের ভিডিও ক্লিপ
বানিয়ে বাজারে ছেড়ে দেন।
এই সিনেমার জন্য কারিনা প্রচুর ওজন
কমিয়েছিলেন। একজন নায়িকার মত চর্চিত
চেহারা গড়ে তোলাও যেমন তার লক্ষ্য
ছিল, অর্জুন রামপালের সঙ্গে একাধিক
শয্যাদৃশ্য থাকায় তিনি তার
চেহারা নিয়ে আরো সচেতন ছিলেন।
No comments:
Post a Comment