ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের প্রথম
কোনো ক্লাব হিসেবে কিংস কাপের
ফাইনালের খেলা নিশ্চিত করে ইতিহাস গড়ল
শেখ জামাল ধানমন্ডি ক্লাব । কিংস কাপের
সেমিফাইনালে নেপালের এমএসসিকে ২-১
গোলে হারিয়েছে এই গৌরবের
অধিকারী হল তারা । এর আগে ভারতের
ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ
শিল্ডে অসাধারণ খেলেও শিরোপার স্বাদ
পায়নি শেখ জামাল। ফাইনালে টাইব্রেকার নামক
ভাগ্য পরীক্ষায় হেরে যায় তারা।
তবে জামালের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয়েছিল
কলকাতা।
আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায়
ভুটানের চানগিমিথাং স্টেডিয়ামে নেপালের দল
মনাং মার্সিয়াংদিওর মুখোমুখি হয় শেখ জামাল।
প্রথমার্ধ গোলশূন্যভাবে কাটানোর পর ৫৫
মিনিটের মাথায় অনিল গুরাংয়ের
গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
এমএসসি। কিন্তু ৮৫ মিনিটে শাখাওয়াত রনির
গোলে সমতায় ফেরে জামাল।
এরপর নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের
সমতায় শেষ হয়। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত
সময়ে (৩০ মিনিট)। এবার খেলা শুরু হতেই
ডার্বু ল্যান্ডিংয়ের গোলের ২-১
গোলে এগিয়ে যায় জামাল।
শেষ পর্যন্ত এমএসসি গোল পরিশোধ
করতে পারেনি। তাই ২-১
গোলে ম্যাচটি জিতে কিংস কাপের
ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের
চ্যাম্পিয়ন শেখ জামাল।
বর্তমানে ভুটানের কিংস কাপেও দুর্দান্ত
খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন
দলটি। ফাইনালে উঠেছে তারা। কিংস কাপের
শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ
দূরে রয়েছে শেখ জামাল।
ফাইনালে জামালের প্রতিপক্ষ অপর দুই
সেমিফাইনালিস্ট ভারতের মোহনবাগান ও
পুনে এফসির
মধ্যে যেকোনো একটি দল।
আইএফএ শিল্ডের মতো এবার আর ভুল
করতে চাইবে না জামাল। নিজেদের
সেরাটা ঢেলে দিয়ে শিরোপা ঘরে তুলতে মরিয়া
কোনো ক্লাব হিসেবে কিংস কাপের
ফাইনালের খেলা নিশ্চিত করে ইতিহাস গড়ল
শেখ জামাল ধানমন্ডি ক্লাব । কিংস কাপের
সেমিফাইনালে নেপালের এমএসসিকে ২-১
গোলে হারিয়েছে এই গৌরবের
অধিকারী হল তারা । এর আগে ভারতের
ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ
শিল্ডে অসাধারণ খেলেও শিরোপার স্বাদ
পায়নি শেখ জামাল। ফাইনালে টাইব্রেকার নামক
ভাগ্য পরীক্ষায় হেরে যায় তারা।
তবে জামালের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয়েছিল
কলকাতা।
আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায়
ভুটানের চানগিমিথাং স্টেডিয়ামে নেপালের দল
মনাং মার্সিয়াংদিওর মুখোমুখি হয় শেখ জামাল।
প্রথমার্ধ গোলশূন্যভাবে কাটানোর পর ৫৫
মিনিটের মাথায় অনিল গুরাংয়ের
গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
এমএসসি। কিন্তু ৮৫ মিনিটে শাখাওয়াত রনির
গোলে সমতায় ফেরে জামাল।
এরপর নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের
সমতায় শেষ হয়। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত
সময়ে (৩০ মিনিট)। এবার খেলা শুরু হতেই
ডার্বু ল্যান্ডিংয়ের গোলের ২-১
গোলে এগিয়ে যায় জামাল।
শেষ পর্যন্ত এমএসসি গোল পরিশোধ
করতে পারেনি। তাই ২-১
গোলে ম্যাচটি জিতে কিংস কাপের
ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের
চ্যাম্পিয়ন শেখ জামাল।
বর্তমানে ভুটানের কিংস কাপেও দুর্দান্ত
খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন
দলটি। ফাইনালে উঠেছে তারা। কিংস কাপের
শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ
দূরে রয়েছে শেখ জামাল।
ফাইনালে জামালের প্রতিপক্ষ অপর দুই
সেমিফাইনালিস্ট ভারতের মোহনবাগান ও
পুনে এফসির
মধ্যে যেকোনো একটি দল।
আইএফএ শিল্ডের মতো এবার আর ভুল
করতে চাইবে না জামাল। নিজেদের
সেরাটা ঢেলে দিয়ে শিরোপা ঘরে তুলতে মরিয়া
No comments:
Post a Comment