বিনোদন: প্রতি বছরই বিদেশে বাণিজ্যিক ট্যুরে বের হন
অন্তত জলিল। ব্যবসায়ীক কাজের পাশাপাশি অবসর পেলেই
নিজেও ঘুরে বেড়ান সে দেশে। তাই প্রিয় মানুষটিকেও এই
ট্যুরে সঙ্গে রাখতে ভোলেন না। চলতি সপ্তাহেই বাণিজ্যিক
ট্যুরে বের হচ্ছেন অনন্ত-বর্ষা।
এদিকে চলতি সপ্তাহ থেকে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র ও
মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের নতুন
ছবি ‘মোস্ট ওয়েলকাম-২’। গত ঈদে মুক্তি প্রাপ্ত
ছবিটি এরই মধ্যে বেশ আলোচিত হয়েছে।
অনন্ত
জলিল-
আফিয়া নুসরাত
বর্ষা জুটির
পঞ্চম
এই
ছবিটি এরপর
ইতালি,
দুবাই,
কাতার
ও
সিঙ্গাপুরে মুক্তি পাবে বলে জানা যায়
ছবিটির
প্রযোজনা প্রতিষ্ঠান
সূত্রে।
বাণিজ্যভ্রমণ
শেষ
করে এই তারকা জুটি যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায়
যাবেন চলচ্চিত্রটির প্রচারণার কাজে।
ফিরে এসেই অনন্ত জলিল তার নতুন ছবির শুটিংয়ের কাজ শুরু
করবেন বলেও জানা যায়।
অন্তত জলিল। ব্যবসায়ীক কাজের পাশাপাশি অবসর পেলেই
নিজেও ঘুরে বেড়ান সে দেশে। তাই প্রিয় মানুষটিকেও এই
ট্যুরে সঙ্গে রাখতে ভোলেন না। চলতি সপ্তাহেই বাণিজ্যিক
ট্যুরে বের হচ্ছেন অনন্ত-বর্ষা।
এদিকে চলতি সপ্তাহ থেকে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র ও
মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের নতুন
ছবি ‘মোস্ট ওয়েলকাম-২’। গত ঈদে মুক্তি প্রাপ্ত
ছবিটি এরই মধ্যে বেশ আলোচিত হয়েছে।
অনন্ত
জলিল-
আফিয়া নুসরাত
বর্ষা জুটির
পঞ্চম
এই
ছবিটি এরপর
ইতালি,
দুবাই,
কাতার
ও
সিঙ্গাপুরে মুক্তি পাবে বলে জানা যায়
ছবিটির
প্রযোজনা প্রতিষ্ঠান
সূত্রে।
বাণিজ্যভ্রমণ
শেষ
করে এই তারকা জুটি যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায়
যাবেন চলচ্চিত্রটির প্রচারণার কাজে।
ফিরে এসেই অনন্ত জলিল তার নতুন ছবির শুটিংয়ের কাজ শুরু
করবেন বলেও জানা যায়।
posted from Bloggeroid