Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label flag. Show all posts
Showing posts with label flag. Show all posts

Monday, June 9, 2014

২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরাতে অনুরোধ

যশোর: বিশ্বকাপ খেলা উপলক্ষে যশোরে ভবনসহ
বিভিন্ন
স্থানে টাঙানো বিদেশি পতাকা সরিয়ে নেওয়ার
অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান আগামী ২৪
ঘণ্টার মধ্যে দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান
জানিয়ে অন্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ
করেছেন।
সোমবার এ ধরনের একটি পত্র
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের
কাছে পাঠিয়ে প্রয়োজনীয়
ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ
পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪) এ দেশের
অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন
করা যাবে না মর্মে উল্লেখ আছে।
কিন্তু বিশ্বকাপ ফুলবল খেলা উপলক্ষে জেলার
বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন
করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন
করা হয়েছে। এজন্য আগামী ২৪ ঘণ্টার
মধ্যে দেশের জাতীয় পতাকাকে সম্মান
জানিয়ে বিদেশি পতাকা সরিয়ে নিতে সবার
প্রতি অনুরোধ জানানো হয়েছে।

posted from Bloggeroid