Headlines



gazitv2

w41j

gazitv

Monday, April 28, 2014

জিতে নিন পছন্দের পুরুষের মন!

জিতে নিন পছন্দের পুরুষের
মন!
সময় : 11:47 pm । প্রকাশের তারিখ :
28/04/2014
নিউজ ডেস্ক : নারীই আছেন
যারা কাউকে পছন্দ করলেও বলতে পারেন
না। বা বুঝতে পারেন না কিভাবে সেই
পছন্দের মানুষের মন জয় করবেন। এর জন্য
প্রয়োজন একটু সাহস, ধৈর্য আর কিছু
কৌশল। কৌশলের ধাপগুলো ঠিকমত পার
করতে পারলে সহজেই জিততে পারবেন
আপনার পছন্দের মানুষটির মন।
দৃষ্টি বিনিময়
পরিচয় হওয়ার আগেই পছন্দের মানুষটির
সাথে দৃষ্টি বিনিময় করতে পারলে ভালো হয়।
তার দিকে কিছুক্ষণ পরপরই তাকিয়ে থাকুন।
আর সে তাকালেই প্রথমে কয়েকবার চোখ
নামিয়ে ফেলুন। এরপর যখন সে ভালো করেই
বুঝতে পারবে যে আপনি তার সাথে পরিচিত
হতে চাইছেন তখন তার
দিকে তাকিয়ে হাসি দিন এবং কথা বলুন।
নিজেকে প্রকাশ করুন
নিজেকে বেশ ভালো ভাবেই প্রকাশ করুন
তার সামনে। নিজের উচ্ছলতা লুকিয়ে রাখবেন
না। পুরো আত্মবিশ্বাস নিয়ে তার
সঙ্গে কথা বলুন। আপনার
সম্পর্কে যা যা তথ্য সে জানতে চায়
সেগুলো মন খুলেই আলাপ করুন।
ফেসবুকে যোগাযোগ
পরিচয়ের পর আপনার পছন্দের
পুরুষটিকে ফেসবুকে পাঠিয়ে দিন ফ্রেন্ড
রিকুয়েস্ট। ফ্রেন্ড হয়ে গেলে নতুন ও
পুরোনো পোস্টে, ছবিতে, স্ট্যাটাসে লাইক
দিয়ে জানিয়ে দিন যে আপনি তার
প্রোফাইলটি বেশ ভালো ভাবেই দেখেছেন।
তার পছন্দের প্রতি আগ্রহ দেখান
প্রিয় মানুষটির পছন্দের প্রতি এবার একটু
আগ্রহ দেখান। আপনার পছন্দের পুরুষটির
প্রিয় গান, প্রিয় খেলা, প্রিয় খাবার
কিংবা অন্য যে কোনো পছন্দের
প্রতি আপনার আগ্রহ প্রকাশ করুন।
একসঙ্গে কোথাও যাওয়ার প্রস্তাব দিন
আপনাকে সঙ্গে নিয়ে তারই পছন্দের
কোনো জায়গায় যাওয়ার প্রস্তাব দিন।
সেটা হতে পারে কোনো খাবারের দোকান,
সিনেমা, কনসার্ট অথবা আর্ট এক্সিবিশন।
এবার একটু এড়িয়ে চলুন
মানুষের একটি সাধারণ
সাইকোলজি হলো যা পাওয়া কষ্ট
বা অসম্ভব, তার পেছলে ছোটা। খুব সহজেই
পাওয়া কোনো কিছু গ্রহণ করতে চায়
না মানুষ। আর তাই পছন্দের পুরুষটিকে একটু
এড়িয়ে চলুন। তার মেসেজের উত্তর একটু
দেরী করে দিন। কয়েকবার ফোন দেয়ার
পরে ধরুন। অথবা সবচাইতে ভালো হয় ফোন
ও ফেসবুক থেকে একটা দিন
দূরে থাকতে পারলে।
অপেক্ষা করুন তার পক্ষ থেকে প্রস্তাবের
এবার অপেক্ষার পালা। আপনার পছন্দের
মানুষটিই আপনাকে খুঁজবে। আপনার
অনুপস্থিতি তাকে ভাবিয়ে তুলবে এবং আপনার
সাথে দেখা করার ইচ্ছা আরো প্রবল
হবে তার। তাই এবার তার পক্ষ থেকেই
প্রস্তাবের জন্য অপেক্ষা করুন।


Posted via Blogaway

No comments: