জিএসপি ফিরে পেতে আরও কাজ
করতে হবে
স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজ
ঢাকা: যুক্তরাষ্ট্রের
সহকারী বাণিজ্য
প্রতিনিধি মাইকেল জে.
ডিলানি বলেছেন, অগ্রাধিকারমূলক
বাজার সুবিধা (জিএসপি)
ফিরে পেতে বাংলাদেশ সরকার
অভূতপূর্ব কাজ করেছে।
তবে আমরা সবাই
বুঝতে পারছি যে আরও কাজ
বাকি রয়ে গেছে এবং যে কাজগুলো হচ্ছ
ে তা শেষ করতে হবে।
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ
সহযোগিতা কাঠামোর (টিকফা) প্রথম
বৈঠক উপলক্ষে রোববার
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক
সেমিনারে তিনি একথা বলেন।
ডিসিসিআই সভাপতি মোহাম্মদ
শাহজাহান খানের
সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য
রাখেন ঢাকায় নিযুক্ত মার্কিন
রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা,
ডিসিসিআই’র সাবেক
সভাপতি আফতাবুল ইসলাম ও
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
মাইকেল জে. ডিলানি বলেন,
আমরা বাংলাদেশের সঙ্গে কাজ
করতে প্রতিজ্ঞাবদ্ধ,
যাতে বাংলাদেশ জিএসপি অ্যাকশান
প্ল্যানে উল্লেখিত শ্রমিক অধিকার ও
নিরাপত্তার বিষয়ে উদ্যোগী হয়।
বাংলাদেশের সব অংশীদারদের
সঙ্গে একত্রে কাজ করার
মাধ্যমে বাণিজ্য ও উন্নয়নের
সুবিধাসমূহ নিশ্চিত করা সম্ভব।
সেমিনারে ঢাকায় নিযুক্ত মার্কিন
রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ
মজিনা বলেন, ১২ বছরের দর
কষাকষি শেষে বাণিজ্য ও বিনিয়োগ
সহযোগিতা ফোরাম (টিকফা) আজ
বাস্তব।
তিনি বলেন, টিকফার স্বপ্ন
বাস্তবায়নে আমি এবং মাইকেল কাজ
করেছি। আমরা দুজন এজন্য মার্কিন
সরকারের কাছে অনেক
অ্যাডভোকেসি করেছি। ১২ বছরের
নোগোসিয়েশন শেষে আজ তা বাস্তব
হতে চলেছে।
গত বছরের ২৫ নভেম্বর বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের
সঙ্গে টিকফা চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি বাস্তবায়নে ইতোমধ্যে একটি ফো
রাম গঠন করা হয়েছে। এই ফোরাম
বছরে একটি বৈঠক করবে।
প্রথম বৈঠকে বাংলাদেশের দিক
থেকে যুক্তরাষ্ট্রের
বাজারে বাংলাদেশী পণ্যের
শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং গত
বছরের ২৭ জুন দেশটি কর্তৃক বাতিল
হওয়া জিএসপি ফিরে পাওয়ার
বিষয়ে জোরালো দাবি জানানো হবে ব
লেও জানা গেছে।
মাইকেলের
প্রশংসা করে মজীনা বলেন, তিনি ৮৩
থেকে ট্রেড ইস্যু
নিয়ে সারাবিশ্বে কাজ করছেন। খুবই
ব্যস্ত মানুষ। তাকে আপনাদের
সামনে আনতে পেরে খুবই গর্বিত।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম
বলেন, ভবনের নিরাপত্তার
ব্যাপারে জিরো টলারেন্স
নীতি গ্রহণ করেছে বিজিএমইএ।
টিকফা ইউনিক অপরচুনিটি।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল
২৭, ২০১৪
Posted via Blogaway
No comments:
Post a Comment