ফেরি ডুবি: দ. কোরিয়ার
প্রধানমন্ত্রীর পদত্যাগ
রয়টার্স, ডটকম
Published: 27 April 2014 08:58
AM Updated: 27 April 2014
09:04 AM
ফেরি ডুবিতে পাণহানি এড়াতে সরকারের
যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার
অভিযোগের মুখে পদত্যাগের
ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার
প্রধানমন্ত্রী চং হু-অন।
রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ফেরি ডুবির ঘটনায় দ্রুত
ব্যবস্থা নিয়ে ‘বিপর্যয়’
ঠেকাতে না পারার জন্য সরকারের পক্ষ
থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন
তিনি।
গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার
দক্ষিণপশ্চিম উপকূলে তিন শতাধিক
যাত্রী নিয়ে ডুবে যায় সাত হাজার টন
ধারণ ক্ষমতার ফেরি সেউল। এ ঘটনায় এখন
পর্যন্ত ১৮৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বাকিদের সন্ধান না মিললেও কেউ
বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।
Posted via Blogaway
No comments:
Post a Comment