ইতিহাসের পাতায়
শেরেবাংলার নাম
স্বর্ণাক্ষরে লেখা থাকবে :
খালেদা জিয়া
সময় : 9:29 pm । প্রকাশের তারিখ :
26/04/2014
ঢাকা : বিএনপির চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়া বলেছেন,
শেরেবাংলা এ কে ফজলুল হক এদেশের
মানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু
সংগ্রাম করেছেন। দেশ এবং জাতির
কল্যাণে অবদানের জন্য ইতিহাসের
পাতায় তাঁর নাম
স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
জাতীয় নেতা শেরে বাংলা এ
কে ফজলুল হকের
মৃতু্যবার্ষিকী উপলক্ষে দেয়া এক
বাণীতে বিএনপি চেয়ারপার্সন
একথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়া বলেন, ব্রিটিশ
বিরোধী আন্দোলনে বলিষ্ঠ
ভূমিকা রাখার জন্য
তিনি ইতিহাসে চিরস্মরণীয়
হয়ে আছেন। ঋণ সালিশী বোর্ড
গঠনের মাধ্যমে এদেশের
কৃষককুলকে ধ্বংসের দ্বারপ্রান্ত
থেকে উদ্ধার করতে সমর্থ
হয়েছিলেন। প্রজাস্বত্ত্ব আইন
প্রণয়নের মাধ্যমে তিনি ভূমির উপর
এদেশের কৃষক সমাজের অধিকার
আদায়ে যুগান্তকারী ভূমিকা পালন
করেন।
বেগম খালেদা জিয়া এ কে ফজলুল
হকের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির
প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
আমাদের জাতীয় ইতিহাসে ফজলুল হক
ছিলেন এক অনন্য প্রতিভার
অধিকারী। স্বাধীনতার চেতনা ও
গণতান্ত্রিকবোধ সৃষ্টিতে তাঁর
অসামান্য অবদানের কথা এদেশের
মানুষের মন থেকে কোনদিনই বিস্মৃত
হবে না।
বিএনপি প্রধান এ কে ফজলুল হকের
বিদেহী আত্মার মাগফিরাত
কামনা করেন।
Posted via Blogaway
No comments:
Post a Comment