নিউজ ডেস্ক : এঞ্জেল ফলস’ পৃথিবীর
সবচেয়ে উঁচু জলপ্রপাত। যার
বাংলা অর্থ ‘দেবদূত ঝরণা’।
এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ
ভেনিজুয়েলায় অবস্থিত। এই জল
প্রপাতটির উৎপত্তিস্থল
হলো ‘আওয়ানতেপুই’ পাহাড়।
‘আইওয়ানতেপুই’ শব্দের আভিধানিক
অর্থ হলো ‘শয়তানের পাহাড়’।
পাহাড়টা এতটাই দুর্গম যে,
সেখানে যাওয়া যেমন কষ্টকর,
ফিরে আসাটা আরো কষ্টকর। এজন্যই
বোধহয় সেখানকার
আধিবাসীরা পাহাড়টিকে এই
নামে ডাকে।
আশ্চর্যের বিষয় হলো,পৃথিবীর প্রায় সব
জলপ্রপাতেরই উৎস নদী,হৃদ
বরফগলা পানির স্রোত
অথবা মাটির
নিচে থেকে উঠে আসা পানি। তবে এঞ্জেল
ফলসের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু
অন্যরকম। এঞ্জেল ফলসের পানির
সে রকম কোনো উৎস নেই।
তাহরে এতো পানি আসে কোথা থেকে?
ভাববার বিষয় বটে। রেইন ফরেস্ট
অঞ্চলে সারা বছর যে বৃষ্টিপাত হয়,
সেই বৃষ্টির পানিই পাহাড়
থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে সৃষ্টি করেছে এই
জলপ্রপাতের।
প্রায় এক কিলোমিটার উঁচু এই বৃষ্টির
পানি গিয়ে পড়ে নিচের ‘কেরিপ’ নদীতে।
সেখান থেকে ‘চুরুন’নদীতে গিয়ে মিশেছে।
প্রায় এক কিলোমিটার উঁচু
থেকে পড়া এঞ্জেল ফলসের বেশির ভাগ
পানিই নিচে পড়ার আগে বাষ্প
হয়ে যায়।
Posted via Blogaway
No comments:
Post a Comment