থমাস লর্ডস নামক ভদ্রলোক কি আজ পরলোক
থেকে মুচকি হাসছেন ?এবার ২২ জুন
" ক্রিকেটের মক্কা " খ্যাত ইংল্যান্ডের লর্ডস
ক্রিকেট গ্রাউন্ড যে ২০০ বছরে পা দিবে।লর্ডস
নামক এই ভদ্রলোকের নাম অনুসারেই যে এই
স্টেডিয়ামের নাম করন করা হয়।
১৮১৪ সালের ২২ শে জুন মেরিলিবেলি ক্রিকেট
ক্লাব আর হার্ট ফোর্ডশায়্যারের ম্যাচ
দিয়ে যে মাঠের যাত্রা শুরু হয়ে ছিলো কালের
আবর্তে তা আজ ২০০ তে পা দিয়েছে।সময়ের
সাথে পাল্লা দিয়ে এখানে কতো রথী-মহারথীর
পদোধূলী পড়েছে, কতো ক্রিকেট রোমান্টিকের
আলোক ছটায় আলোকিতো হয়েছে লর্ডস গ্রাউন্ড
তার ঠিক নেই !
তবে সব কিছুকে টেক্কা দিচ্ছে সম্ভবত এবারের
আয়োজন।একবার ভাবুন তো যে শচীন, লারা,
ওয়ার্ন এতো দিনে ব্যাট-বল-গ্লাভস বাক্স
বন্দী করে রেখেছিলেন অবসরের পর তারাই ব্যাট-
বল হাতে আবার নেমে পড়বেন লর্ডসের মাঠে !
সাথে থাকবেন এই সময়ের তারকা ক্রিকেটাররাও ।
খবরটা যে কোন ক্রিকেট রোমান্টিক
কে রোমাঞ্চিত করতে বাধ্য।
লর্ডসের ২০০ বছরে পা দেয়া উপলক্ষ্যে আগামী ৫
জুলাই লর্ডসে এক ঐতিহাসিক ম্যাচের আয়োজন
করা হয়েছে।এমসিসির অধিনায়ক করা হয়েছে শচীন
টেন্ডুলকারকে আর বিশ্ব একাদশের অধিনায়ক
করা হয়েছে শেন ওয়ার্ন কে।
তা এই আয়োজন নিয়ে এতো উত্তেজিত হবার
কারন কি? কারন আছে বৈকি।বিশ্ব একাদশের
হয়ে যে মাঠ কাঁপাবেন আমাদের সাকিব-তামিম !
২০১০ সালের ২৭ মে লর্ডসে ১০০ বলে ১০৩ করার
উপহার পেলেন বুঝি তামিম।আর সাকিবের
অলরাউন্ডার নৈপুন্যের কথা কে না জানে ?
এমসিসি একাদশ :
১. শচীন ( অধিনায়ক )
২. লারা
৩. দ্রাবিড়
৪. চন্দরপল
৫. ফিঞ্চ
৬. ভেট্টোরি
৭. ব্রেটলি
৮. গুল
৯. শন টেইট
১০. সাঈদ আজমল
১১. ক্রিস রিড
@ বিশ্ব একাদশ :
১. তামিম
২. শেবাগ
৩. পল কলিংউড
৪. সাকিব
৫. যুবরাজ
৬. গিলক্রিস্ট
৭. আফ্রিদী
৮. মুরালিধরন
৯. শেন ওয়ার্ন ( অধিনায়ক )
১০. টিনো বেস্ট
১১. পিটার সিডল।
Posted via Blogaway
No comments:
Post a Comment