Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 30, 2014

চট্টগ্রামে এয়ার অ্যারাবিয়ার জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ৪৫ মিনিট
পর চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে এয়ার
অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ।
১৩৪ জন যাত্রী নিয়ে শুক্রবার সকাল ১০টা ১০
মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে উড্ডয়ন
করে শারজাহগামী এই উড়োজাহাজ। এর ৪৫
মিনিট পর বিমানটি ফের বিমানবন্দরে অবতরণ
করে বলে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-
কমিশনার (এডিসি) মিজানুর রহমান জানান।
তিনি বলেন, টেকনিক্যাল
কারণে বিমানটি অবতরণ করেছে বলে বিমান
কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।
তবে ফাইটটি আবার কখন
ছেড়ে যাবে সে বিষয়ে বিমান কর্তৃপক্ষ কিছু
বলেনি।
এদিকে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কন্ডার
নূরই আলম বলেন, ১০ হাজার মিটার উপরে উঠার
পর পাইলট উড়োজাহাজের
কেবিনে ‘প্রেশারাইজেশন’ সমস্যা দেখতে পান।
ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে বায়ুমণ্ডলের
চাপ কমতে থাকে। একারণে কেবিনের ভেতর
বায়ুচাপ স্বাভাবিক রাখতে হয়। কিন্তু ওই
সমস্যার কারণে তা স্বাভাবিক ছিল না। তাই
বিমানটি জরুরি অবতরণ করেছে।


Posted via Blogaway

No comments: