Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, July 29, 2014

আবার চাহিদা বাড়ছে পুরনো মোবাইল সেটের: প্রযুক্তি মানুষকে পুরোপুরি বশ করতে পারেনি!

আবার চাহিদা বাড়ছে পুরনো মোবাইল সেটের:
প্রযুক্তি মানুষকে পুরোপুরি বশ
করতে পারেনিডেস্ক ॥ নোকিয়া ৩৩১০ ও
মটোরোলা স্টারটেক ১৩০-এর মতো ফোনসেটগুলোর
কথা মনে আছে? অবিশ্বাস্য হলেও সত্য, এইরকম সেটের
প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। যার
প্রেক্ষিতে অনেক মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান
আবার এই ধাঁচের সেট বাজারজাত করার
পরিকল্পনা করছে।
একসময়ে মোবাইল সেট
নির্মাতা কোম্পানি সেটে গৎবাঁধা শুধুমাত্র কল করা আর
ম্যাসেজের পাশাপাশি টুকটাক অন্যান্য ফাংশন রাখত।
অ্যাপল আর স্যামসাং উন্নত স্মার্ট ফোন বাজারজাত
করার পর এই কোম্পানিগুলোর ব্যবসা লাটে উঠে।
একসময়ের মোবাইল ফোন ব্যবসার সবচেয়ে বড়
কোম্পানি ছিল ফিনল্যান্ডের নোকিয়া। কিন্তু
স্মার্টফোনের সাথে টিকতে না পেরে নোকিয়া তাদের
হ্যান্ডসেট বিভাগ মাইক্রোসফটের
কাছে বিক্রি করে দিয়েছে। অন্যান্য মোবাইল ফোন
নির্মাতারা পুরনো মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারনেটের যাবতীয় কাজ সহ
অনেক ধরণের অ্যাপ ব্যবহার করা যায়।
এটা জীবনকে প্রযুক্তির সাথে যুক্ত করেছে। কিন্তু
বর্তমানে অনেকেই চাইছেন এইসব
যান্ত্রিকতা থেকে দূরে থাকতে। শুধুমাত্র যোগাযোগের
কাজে মোবাইল ফোন ব্যবহার করতে চাইছে তারা। স্মার্ট
ফোন অপারেট করা জটিল আর
তাড়াতাড়ি ব্যাটারি ফুরিয়ে যাওয়াও কারণ বটে।
vintagemobile নামে একটি ওয়েবসাইট যেখানে ব্যবহৃত
ও পুরনো মোবাইল ফোন বিক্রি করা হয়। জাসেম হাদ্দাদ
২০০৯ সাল থেকে এটি চালাচ্ছেন। প্রথম
দিকে ব্যবসা ভালো না গেলেও গত বছর থেকে হঠাৎ
করেই বিক্রি বাড়তে শুরু করেছে। এই ওয়েবসাইটের
মাধ্যমে গত তিন বছরে প্রায় দশ হাজার হ্যান্ডসেট
বিক্রি হয়েছে যার অধিকাংশ ২০১৩ সালে বিক্রি হয়েছে।
ওয়েবসাইটে বিক্রির তালিকায় রয়েছে অনেক পুরনো এক
রংয়ের স্ক্রিণ আর প্লাস্টিকের
বোতামওয়ালা একটি নোকিয়া ৮২১০ সেট, যার দাম
ধরা হয়েছে ৫৯.৯৯ ইউরো। তাদের কাছে নাকি হাজার
ইউরোর সেটও রয়েছে!
ফরাসি অনলাইন শপ লেকি-র রয়েছে বেশ কিছু
পুরনো মডেলের মোবাইল ফোন, যার মধ্যে ১৯৯৮
সালে তৈরি একটি মটোরলা স্টারটেক ১৩০ ফোনের দাম
ধরা হয়েছে ১৮০ ইউরো। আর এরিকসন এ২৬২৮ মডেলের
আরেকটি ফোন তারা বিক্রি করছে ৮০ ইউরোতে।
লেকি-র ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘বাজারের এত ধরণের
সোশ্যাল নেটওয়ার্ক, গাদা গাদা ই-মেইল আর নানা ধরণর
অ্যাপ্লিকেশন মানুষকে প্রযুক্তির দাসে পরিণত করেছে৷
তার বদলে লেকি দিচ্ছে ‘বেসিক ফিচার’-এ ফিরে যাওয়ার
সুযোগ!”
দিনদিন স্মার্ট ফোনের আধুনিকায়ন আর প্রতিযোগিতার
মধ্যে মানুষের যোগাযোগের বেসিক ফিচারে ফিরে যাওয়ার
আকাঙ্ক্ষা সত্যিই অন্যরকম। প্রযুক্তি হয়ত
এখনও মানুষকে পুরোপুরি বশ করতে পারেনি!

posted from Bloggeroid

No comments: