Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, August 6, 2014

বাংলাদেশ থেকে দক্ষকর্মী নিতে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ : বাংলাদেশ থেকে অধিক
সংখ্যক দক্ষকর্মী নেওয়ার আগ্রহ
প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ
আফ্রিকার অনাবাসিক রাষ্ট্রদূত
জিওফ্রে ডয়িজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার
মোশাররফ হোসেন এর সঙ্গে তাঁর
কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের
কথা জানান। সে দেশের কৃষি, স্বাস্থ্যসহ
বিভিন্ন সেক্টরে দক্ষকর্মীর
চাহিদা রয়েছে বলে রাষ্ট্রদূত
মন্ত্রীকে জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.
খোন্দকার শওকত হোসেন, বিএমইটি’র
মহাপরিচালক বেগম সামছুন নাহারসহ
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয়ে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন
বিষয় নিয়ে বিশেষ করে জনশক্তি রপ্তানি ও
দক্ষিণ আফ্রিকায় কর্মরত
বাংলাদেশি শ্রমিকদের অধিকার, কল্যাণ
ও স্বার্থ সংরক্ষণ বিষয় নিয়ে বিস্তারিত
আলোচনা করেন।
মন্ত্রী দক্ষিণ আফ্রিকার বিভিন্ন
সেক্টরে বাংলাদেশ হতে কর্মী নিয়োগের জন্য
রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত
তাদের দেশে পেশাজীবী, দক্ষ
জনশক্তি নিয়োগ ও বাংলাদেশের তৈরি পোশাক
আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের
৭৮টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
হতে প্রতিবছর প্রচুরসংখ্যক
দক্ষকর্মী তৈরি হচ্ছে। পৃথিবীর যে কোনো দেশের
চাহিদা অনুযায়ী বাংলাদেশ
কর্মী সরবরাহ করতে সক্ষম।
উল্লেখ্য, বর্তমানে দক্ষিণ আফ্রিকায় প্রায়
দেড় লাখ বাংলাদেশি কর্মী কর্মরত
রয়েছে।

posted from Bloggeroid

No comments: