Headlines



gazitv2

w41j

gazitv

Friday, September 12, 2014

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি : ওসির ছেলেসহ আটক ১০

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫
শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায়
জালিয়াতির অভিযোগে ওসির ছেলেসহ ১০ জনকে আটক
করা হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালীন
বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড.
এম আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, আজও ভর্তি পরীক্ষায় জালিয়াতির
অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। এদের
মধ্যে নীলক্ষেত স্কুল থেকে একজন, কলাভবন
থেতে একজন, ইডেন কলেজ থেকে একজন, আইডিয়াল
কলেজ থেকে দুইজন এবং সায়েন্স
ফ্যাকাল্টি থেকে তিনজন, নটোরডেম স্কুল অ্যান্ড
কলেজ থেকে একজন, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ
থেকে একজনকে আটক করা হয়। ওসির ছেলেকে আইডিয়াল
কলেজ থেকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম
তাৎক্ষণিক জানাননি প্রক্টর।
এর আগে শুক্রবার সকাল ১০টায় ঢাবি ‘ক’ ইউনিটের
অধীনে প্রথম বর্ষ সম্মান
শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয়
বেলা সাড়ে ১১টায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও
ক্যাম্পাসের বাইরের মোট
৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার
১৬৪০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৮০
হাজার ৪৪২ জন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাবি ‘গ’ ইউনিটের
ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির
অভিযোগে সাতজনকে আটক করা হয়।

posted from Bloggeroid

No comments: