টাকা মানে হচ্ছে “দ্বিতীয় ঈশ্বর”। কিংবা বলা যায়
পৃথিবীতে টাকাই এখন প্রথম ঈশ্বর। যার টাকা আছে,
তার সবকিছু আছে। ভালোবাসা, সম্মান, বিলাসিতা, সুখ।
কিন্তু আসলেই কি তাই? আসলেই কি তাঁদের সব আছে?
না! পৃথিবী টাকার ওপরে কায়েম সত্য, কিন্তু
এখনো এমন অনেক কিছু আছে যেগুলোর মূল্য টাকার
চাইতে অনেক বেশী। এবং শুধু আপনি কেন, কেউই
চাইলে সেসব টাকা দিয়ে কিনতে পারবে না।
১. সময় :
এই কথাটি অবশ্যই স্বীকার
করতে হবে যে টাকা বা অর্থের চেয়ে জীবনে সময়ের
মূল্য অনেক বেশি। টাকা চলে গেলে টাকা পাওয়া সম্ভব
কিন্তু সময় নদীর স্রোতের মত একবার
চলে গেলে তা আর ফিরে আসে না বা পাওয়া সম্ভব না।
টাকা দিয়ে সময় কখনই কেনা সম্ভব না।
২. সম্মান :
অনেকে অর্থের গর্বে বলে থাকেন
যে টাকা থাকলে মানসম্মানও কিনতে পারা যায়। কিন্তু
কথাটির মাঝে আপেক্ষিক গুরুত্ব একেবারেই কম। ধরুন
একজন ব্যক্তি অসৎ কিন্তু তার প্রচুর টাকা রয়েছে।
সে অনেক টাকার মালিক বলে তাকে হয়ত
সামনাসামনি অনেকেই অনেক সম্মান করছেন। কিন্তু
খেয়াল করে দেখবেন তার পেছনে অর্থাৎ তার
অগোচরে তাকে নিয়ে সমালোচনাও করছে। তাই এই
কথা সত্যি যে টাকা দিয়ে প্রকৃত সম্মান কখনই
কেনা সম্ভব না তাই টাকার চেয়ে একজনের সম্মান
অনেক বেশি মূল্যবান।
৩. ব্যবহার :
প্রবাদে প্রচলিত একটি কথা আছে যে, ‘ব্যবহারে বংশের
পরিচয়’। এই কথাটিও ধ্রুব সত্য। একজনের
ব্যবহারে বোঝা যায় তার পারিবারিক স্ট্যাটাস, তার
বংশগত পরিচয়। কারও অনেক টাকাপয়সা থাকলেও তার
যদি ব্যবহার খারাপ হয় তাহলে সে সবারই অপছন্দের
ব্যক্তি হিসেবে পরিচিত হবে। তাকে কেউই পছন্দ
করবে না।
৪. দায়িত্বজ্ঞান
টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান হল এই
দায়িত্বজ্ঞান। যে ব্যক্তির দায়িত্বজ্ঞান নেই
সে সমাজে পরগাছার মতই বসবাস করে। নাগরিকের
দায়িত্বহীনতা একটি দেশকে বহুবছর পিছিয়ে দিতে পারে।
তাই শুধু অর্থ থাকলেই হয় সমাজের প্রতি, নিজের
পরিবারের প্রতি এমনকি নিজের দেশের
প্রতি দায়িত্ববোধও থাকতে হয়।
৫. অধ্যবসায় :
ছোটবেলায় আমরা সবাই অধ্যবসায়
বলে একটি রচনা বা প্যারাগ্রাফ পড়েছি। অধ্যবসায় হল
কোনো কিছুর সাধনা করা বা কোনো কিছুর জন্য কঠোর
পরিশ্রম করা। অধ্যবসায় ছাড়া জীবনে সফলতা সম্ভব
না। অনেকে মনে করেন টাকা থাকলেই
জীবনে সফলতা আসতে পারে। কিন্তু তা ক্ষণস্থায়ী। তাই
টাকার চেয়ে অধ্যবসায় অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৬. ঐক্য :
ঐক্য ছাড়া একটি সমাজ বা একটি দেশ কোনোভাবেই
এগুতে পারে না। সবার অংশগ্রহণে বা সম্মিলিত
প্রয়াসে একটি কাজ দ্রুত করা সম্ভব। তাই শুধু
টাকা দিয়ে সবক্ষেত্রে সফল হওয়া সম্ভব না এর জন্য
সকলের ঐক্য থাকাও প্রয়োজন।
৭. সততা
বর্তমান সমাজে হয়ত সততার মূল্য অনেকেই দিতে চায়
না কিন্তু তারপরও এর গুরুত্ব সবাই বোঝেন। একজন
মানুষ খুব সহজে অসৎ হয়ে যেতে পারেন কিন্তু সৎ
হতে তাকে অনেক পরিশ্রম করতে হয়। টাকা সবার
জীবনেই প্রয়োজন তাই বলে এর জন্য অসৎ
হলে সমাজের চোখে আজীবন মাথা নিচু করে চলতে হয়।
কিন্তু কষ্ট হলেও সৎ থাকলে সমাজে মাথা উঁচু
করে বসবাস করা যায়। মানব সমাজে সততার গুরুত্ব
অর্থের তুলনায় অনেক বেশি উর্ধ্বে।
৮. অনুপ্রেরণা :
টাকা দিয়ে সব কেনা সম্ভব, কিন্তু অনুপ্রেরণা?
যে ব্যক্তি একজনের মঙ্গল চাইবে সে মন থেকেই
চাইবে, মন থেকেই অনুপ্রেরণা দিবে। এর জন্য টাকার
প্রয়োজন হয় না।
৯. মনের সুখ
অনেকেই সুখের পিছনে ছুটে থাকেন। আর এর জন্য
মনে করেন টাকার প্রয়োজন। কিন্তু প্রকৃত সুখের
সন্তান তারাই পেয়ে থাকেন তারা নিজেকে ভালোবাসেন,
মানুষকে ভালোবাসেন। তারা এটা কখনই মনে করেন
না যে টাকা দিয়ে সুখ কেনা সম্ভব।
১০. সত্যিকারের ভালোবাসা :
ভালোবাসা অবস্তুগত এক ধরনের মায়া যার
শক্তিতে পুরো পৃথিবী চলছে। কেউ যদি মনে করেন এর
চেয়েও অনেক
বেশি শক্তিশালী টাকা এবং টাকা দিয়ে প্রয়োজনে ভালোবা
কেনা সম্ভব তাহলে মনে করতে হবে সে স্বপ্নময়
কোনো পৃথিবীতে আছে যেখানে সবকিছুই অলীক।
ভালোবাসা টাকার চেয়েও অনেক বেশি ক্ষমতাধর যার
সাথে কোনোকিছুরই তুলনা সম্ভব না।
পৃথিবীতে টাকাই এখন প্রথম ঈশ্বর। যার টাকা আছে,
তার সবকিছু আছে। ভালোবাসা, সম্মান, বিলাসিতা, সুখ।
কিন্তু আসলেই কি তাই? আসলেই কি তাঁদের সব আছে?
না! পৃথিবী টাকার ওপরে কায়েম সত্য, কিন্তু
এখনো এমন অনেক কিছু আছে যেগুলোর মূল্য টাকার
চাইতে অনেক বেশী। এবং শুধু আপনি কেন, কেউই
চাইলে সেসব টাকা দিয়ে কিনতে পারবে না।
১. সময় :
এই কথাটি অবশ্যই স্বীকার
করতে হবে যে টাকা বা অর্থের চেয়ে জীবনে সময়ের
মূল্য অনেক বেশি। টাকা চলে গেলে টাকা পাওয়া সম্ভব
কিন্তু সময় নদীর স্রোতের মত একবার
চলে গেলে তা আর ফিরে আসে না বা পাওয়া সম্ভব না।
টাকা দিয়ে সময় কখনই কেনা সম্ভব না।
২. সম্মান :
অনেকে অর্থের গর্বে বলে থাকেন
যে টাকা থাকলে মানসম্মানও কিনতে পারা যায়। কিন্তু
কথাটির মাঝে আপেক্ষিক গুরুত্ব একেবারেই কম। ধরুন
একজন ব্যক্তি অসৎ কিন্তু তার প্রচুর টাকা রয়েছে।
সে অনেক টাকার মালিক বলে তাকে হয়ত
সামনাসামনি অনেকেই অনেক সম্মান করছেন। কিন্তু
খেয়াল করে দেখবেন তার পেছনে অর্থাৎ তার
অগোচরে তাকে নিয়ে সমালোচনাও করছে। তাই এই
কথা সত্যি যে টাকা দিয়ে প্রকৃত সম্মান কখনই
কেনা সম্ভব না তাই টাকার চেয়ে একজনের সম্মান
অনেক বেশি মূল্যবান।
৩. ব্যবহার :
প্রবাদে প্রচলিত একটি কথা আছে যে, ‘ব্যবহারে বংশের
পরিচয়’। এই কথাটিও ধ্রুব সত্য। একজনের
ব্যবহারে বোঝা যায় তার পারিবারিক স্ট্যাটাস, তার
বংশগত পরিচয়। কারও অনেক টাকাপয়সা থাকলেও তার
যদি ব্যবহার খারাপ হয় তাহলে সে সবারই অপছন্দের
ব্যক্তি হিসেবে পরিচিত হবে। তাকে কেউই পছন্দ
করবে না।
৪. দায়িত্বজ্ঞান
টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান হল এই
দায়িত্বজ্ঞান। যে ব্যক্তির দায়িত্বজ্ঞান নেই
সে সমাজে পরগাছার মতই বসবাস করে। নাগরিকের
দায়িত্বহীনতা একটি দেশকে বহুবছর পিছিয়ে দিতে পারে।
তাই শুধু অর্থ থাকলেই হয় সমাজের প্রতি, নিজের
পরিবারের প্রতি এমনকি নিজের দেশের
প্রতি দায়িত্ববোধও থাকতে হয়।
৫. অধ্যবসায় :
ছোটবেলায় আমরা সবাই অধ্যবসায়
বলে একটি রচনা বা প্যারাগ্রাফ পড়েছি। অধ্যবসায় হল
কোনো কিছুর সাধনা করা বা কোনো কিছুর জন্য কঠোর
পরিশ্রম করা। অধ্যবসায় ছাড়া জীবনে সফলতা সম্ভব
না। অনেকে মনে করেন টাকা থাকলেই
জীবনে সফলতা আসতে পারে। কিন্তু তা ক্ষণস্থায়ী। তাই
টাকার চেয়ে অধ্যবসায় অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৬. ঐক্য :
ঐক্য ছাড়া একটি সমাজ বা একটি দেশ কোনোভাবেই
এগুতে পারে না। সবার অংশগ্রহণে বা সম্মিলিত
প্রয়াসে একটি কাজ দ্রুত করা সম্ভব। তাই শুধু
টাকা দিয়ে সবক্ষেত্রে সফল হওয়া সম্ভব না এর জন্য
সকলের ঐক্য থাকাও প্রয়োজন।
৭. সততা
বর্তমান সমাজে হয়ত সততার মূল্য অনেকেই দিতে চায়
না কিন্তু তারপরও এর গুরুত্ব সবাই বোঝেন। একজন
মানুষ খুব সহজে অসৎ হয়ে যেতে পারেন কিন্তু সৎ
হতে তাকে অনেক পরিশ্রম করতে হয়। টাকা সবার
জীবনেই প্রয়োজন তাই বলে এর জন্য অসৎ
হলে সমাজের চোখে আজীবন মাথা নিচু করে চলতে হয়।
কিন্তু কষ্ট হলেও সৎ থাকলে সমাজে মাথা উঁচু
করে বসবাস করা যায়। মানব সমাজে সততার গুরুত্ব
অর্থের তুলনায় অনেক বেশি উর্ধ্বে।
৮. অনুপ্রেরণা :
টাকা দিয়ে সব কেনা সম্ভব, কিন্তু অনুপ্রেরণা?
যে ব্যক্তি একজনের মঙ্গল চাইবে সে মন থেকেই
চাইবে, মন থেকেই অনুপ্রেরণা দিবে। এর জন্য টাকার
প্রয়োজন হয় না।
৯. মনের সুখ
অনেকেই সুখের পিছনে ছুটে থাকেন। আর এর জন্য
মনে করেন টাকার প্রয়োজন। কিন্তু প্রকৃত সুখের
সন্তান তারাই পেয়ে থাকেন তারা নিজেকে ভালোবাসেন,
মানুষকে ভালোবাসেন। তারা এটা কখনই মনে করেন
না যে টাকা দিয়ে সুখ কেনা সম্ভব।
১০. সত্যিকারের ভালোবাসা :
ভালোবাসা অবস্তুগত এক ধরনের মায়া যার
শক্তিতে পুরো পৃথিবী চলছে। কেউ যদি মনে করেন এর
চেয়েও অনেক
বেশি শক্তিশালী টাকা এবং টাকা দিয়ে প্রয়োজনে ভালোবা
কেনা সম্ভব তাহলে মনে করতে হবে সে স্বপ্নময়
কোনো পৃথিবীতে আছে যেখানে সবকিছুই অলীক।
ভালোবাসা টাকার চেয়েও অনেক বেশি ক্ষমতাধর যার
সাথে কোনোকিছুরই তুলনা সম্ভব না।
posted from Bloggeroid
No comments:
Post a Comment