ঢাকা: জ্বর নিয়ে রাজধানীর
অ্যাপোলো হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
মুশফিকুর রহিম বাসায় ফিরেছেন।
রোববার বেলা ১১টার
দিকে বিশ্রামে থাকার পরামর্শ
দিয়ে চিকিৎসকরা তাকে হাসপাতাল
থেকে বাসায় পাঠায়।
বিসিবির প্রধান ক্রীড়া বিষয়ক
চিকিৎসক দেবাশীষ
চৌধুরী বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত
করেন।
এর আগে গত বৃহস্পতিবার
জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর
অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
মুশফিকুর রহিম। শুক্রবার প্রাথমিক
রির্পোটে তার ভাইরাল
হেপাটাইটিসের সমস্যা ধরা পড়ে।
চিকিৎসকের ভাষায়
এটাকে লিভারের এক ধরনের প্রদাহ
বলা হয়ে থাকে।
তবে এটা কোনো গুরুতর সমস্যা নয়।
ওইদিন ক্রীড়া চিকিৎসক দেবাশীষ
চৌধুরী জানিয়েছিলেন,
দুর্বলতা কাটিয়ে উঠতে মুশফিকের
বেশ কয়েকদিন সময় লাগবে। এ কয়দিন
তাকে বিশ্রামে থাকতে হবে।
আরো কিছু রিপোর্ট পাওয়ার পর
সিদ্ধান্ত হবে মুশফিক হাসপাতালেই
থাকবেন না বাসায় চলে যাবেন।
Posted via Blogaway
No comments:
Post a Comment