Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 4, 2014

বিয়ে বাড়ির দই খেয়ে ৭০ অতিথি অচেতন হয়ে হাসপাতালে !

কুষ্টিয়া: ভেড়ামারায়
বিয়ে বাড়িতে দই খেয়ে শিশুসহ
অন্তত ৭০ জন অসুস্থ্ হয়ে পড়েছে।
তাদের
ভর্তি করা হয়েছে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সসহ
পার্শ্ববর্তী হাসপাতালে। এর
মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার উপজেলার ফারাকপুর রেল
গেট এলাকায় আব্দুল বারির
ছেলে আরিফুল ইসলামের বৌ-ভাত
অনুষ্ঠানে খাওয়া-
দাওয়া শেষে সন্ধ্যার
দিকে তারা অচেতন হয়ে পড়ে।
গুরুতর অসুস্থরা হলেন-
ভেড়ামারা ফারাকপুর এলাকার
মাহাবুল ইসলামের ছেলে শাহিন (৮),
মৃত কফিল উদ্দিনের ছেলে জফির
উদ্দিন শাহ (৮৫), রফিকুল ইসলামের
ছেলে সাজেদুল ইসলাম রোহান (৪),
সাঈদেরে মেয়ে সামিয়া (৩),
মাজেদুল ইসলামের মেয়ে মারিয়া(৭),
সালামের ছেলে এজাজ (৬), ফারুকের
মেয়ে সুমুইয়া (৩), তরিকুল ইসলামের
স্ত্রী হ্যাপি (২৫), মেয়ে অর্পনা (৩),
তরিকুল ইসলাম (৪৫), সুমনের
মেয়ে মিনা (৩), মুসার
ছেলে সালমা (৯), মৃত সামাদের
ছেলে রজনী (১৫) রবিউল ইসলামের
ছেলে সিয়াম (১০), রাফিউল
ইসলামের ছেলে শান্ত (৭),
মোহাম্মদের ছেলে নাজিম (৩) ও
রোহান (১০)।

ব্যাপারে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা.
নাজিম উদ্দিন বলেন, প্রচণ্ড
গরমে খাবার শেষে দই খেয়ে এসব
রোগী অসুস্থ্য হয়ে পড়ে। এদের
মধ্যে শিশুদের অবস্থা আশঙ্কাজনক
বলেও তিনি জানান।
ঐ পরিবারের ছেলে শরিফুল ইসলাম
সময়ের কণ্ঠস্বর কে বলেন,
ভেড়ামারার পাবনা সুইটস
থেকে তিনশ ১৫ পিস প্লাস্টিক
গ্লাসে থাকা দই কিনি। ওই দই
খেয়েই সন্ধ্যার পর
থেকে অতিথিরা অসুস্থ হয়ে পড়ে।
অনেকের বমি আর আর পেট
ব্যথা করছিলো। তাদের
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল
করিম হাসপাতাল পরিদর্শন করেন।


Posted via Blogaway

No comments: