Headlines



gazitv2

w41j

gazitv

Friday, November 7, 2014

শুধু পানি খেয়ে রাত কাটে মোশাররফের!

বিনোদন ডেস্ক: চাকরির খুঁজে গ্রাম
থেকে শহরে এসেছেন তিনি। কিন্তু চাকরি মেলে না।
এক সময় তার সঙ্গে আনা টাকাও শেষ হয়ে আসে।
শুরু হয় জীবনের নতুন এক অধ্যায়। টাকার
অভাবে না খেয়ে থাকতে হয় তাকে।
শুধু পানি খেয়ে রাত কাটে। ক্ষুধার যন্ত্রণা সহ্য
করতে না পেরে নিজে থেকে পুলিশের
হাতে ধরা দিতে চায়। এ জন্য সে পাগলও সাজে।
কারণ হাজতে ফ্রি খাবার পাওয়া যাবে। এমন এক
গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ক্ষুধা শিরোনামের
একটি নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন
আলমগীর রুমান।
এ নাটকের ক্ষুধার্ত লোকটির চরিত্রে অভিনয়
করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্ষুধার
যন্ত্রণা যে কতটা ভয়াবহ,
পুরো নাটকে সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নাটকের গল্পে শেষ পর্যন্ত এই লোকটির
মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে।
চলতি মাসের ৩ ও ৪ তারিখে রাজধানীর উত্তরা,
টঙ্গীসহ বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে।
এতে আরো অভিনয় করেছেন রোবেনা

No comments: