Headlines



gazitv2

w41j

gazitv

Monday, September 1, 2014

ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স’র ফরম জমাদানে চরম ভোগান্তি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ২০১১-১২ সেশনের
মাস্টার্স’র ভর্তি ফরম জমাদানে চরম ভোগান্তির
শিকার হচ্ছে অত্র কলেজের ও অন্যান্য কলেজ
থেকে আগত শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় ভিক্টারিয়া কলেজের
একাডেমিক ভবনে ২০১১-১২ সেশনের মাস্টার্স এর
শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাড়িয়ে ভর্তি ফরম
জমা দিচ্ছেন। এসময় একাধিক শিক্ষার্থী অভিযোগ
করে জানান ভর্তি ফরম জমাদানে তাদের চরম
ভোগান্তির স্বীকার হতে হচ্ছে।
মাস্টার্সে ভর্তি ফরম জমা দিতে আসা সমাজ
বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমি ও মুনিরা আক্তার
জানান তারা সকাল ১০টার সময় এসে একাডেমিক
ভবনের সামনে লাইন ধরেছেন এখন দুপুর
১টা বাজে কিন্তু ভর্তি ফরম এখনও
জমা দিতে পারেননি এর কারণ হিসেবে উল্লেখ
করেন মাত্র একজন কর্মচারি ভর্তির ফরম
জমা নিচ্ছেন। হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র
বদিউল আলম জানান ভিক্টোরিয়া কলেজে ১৭
টি বিভাগে মাস্টার্স চালু রয়েছে এবং অন্যান্য
কলেজের শিক্ষর্থীরাও ভিক্টোরিয়া কলেজের
ভর্তির ফরম জমা দিতে এসেছে তাই অসংখ্য
ছাত্রছাত্রী ফরম জমা নিচ্ছেন মাত্র ১ জন
কর্মচারি, তাই আমাদের দীর্ঘ
লাইনে দাঁড়িয়ে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। এ
সমস্যা লাঘবের জন্য ভর্তি কার্যক্রমে আরো লোকবল
প্রয়োজন। এ বিষয়ে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বীর মুক্তিযোদ্ধা ড. এ.কে.এম আছাদুজ্জামান এর
সাথে কয়েকবার মোবাইলে যোগাযোগ করার
চেষ্টা করলে তাঁর সংযোগ বন্ধ পাওয়া যায়। এ
বিষয়ে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু
তাহের এর সাথে যোগাযোগ হলে তিনি জানান
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফরম
জমাদান বিষয়টি আমি (আবু তাহের) লক্ষ্য করেছি।
এ বিষয়ে অধ্যক্ষ স্যারের সাথে কথা বলে ভর্তির
কার্যক্রমে আরো লোকবল বৃদ্ধি করার প্রয়োজনীয়
উদ্যোগ নিব।

posted from Bloggeroid

No comments: