বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেতা মনির
এইচ খান শিমুলের বিরুদ্ধে চট্টগ্রাম
আদালতে একটি মামলা হয়েছে। চেক
প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে চট্টগ্রাম
ক্লাবের কর্মকর্তা এম আরিফুর রশিদ।অভিযোগ
আমলে নিয়ে আদালত তাঁকে হাজির হওয়ার
জন্য সমন জারি করেছেন।
মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম
মশিউর রহমান চৌধুরীর
আদালতে মামলাটি দায়ের করেন বাদীর
আইনজীবী মঈন আবদুল্লাহ আল আহাদ চৌধুরী।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ২৭
ডিসেম্বর ভিক্টোরি সিলেকশন নামের
একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম
ক্লাবে। ক্লাবের সঙ্গে মনির খানের
চুক্তি হয় স্পন্সরসহ যাবতীয় খরচ বহন
করবেন তিনি। কিন্তু অনুষ্ঠানের খরচ,
সাউন্ড সিস্টেম, থাকা–খাওয়াসহ যাবতীয়
টাকা পরিশোধ করেননি মনির খান।
টাকা চাইলে গত ১৪ জানুয়ারি ফাস্ট
সিকিউরিটি ব্যাংকের একটি দুই লাখ টাকার
চেক দেন। কিন্তু
চেকটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়।
মামলার আরজিতে আরও বলা হয়, চেক
প্রত্যাখ্যাত হওয়ার পর
বিষয়টি জানানো হলেও মনির খান
কোনো সাড়া দেননি। এসব
অভিযোগে মামলাটি করা হয়।
এইচ খান শিমুলের বিরুদ্ধে চট্টগ্রাম
আদালতে একটি মামলা হয়েছে। চেক
প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে চট্টগ্রাম
ক্লাবের কর্মকর্তা এম আরিফুর রশিদ।অভিযোগ
আমলে নিয়ে আদালত তাঁকে হাজির হওয়ার
জন্য সমন জারি করেছেন।
মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম
মশিউর রহমান চৌধুরীর
আদালতে মামলাটি দায়ের করেন বাদীর
আইনজীবী মঈন আবদুল্লাহ আল আহাদ চৌধুরী।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ২৭
ডিসেম্বর ভিক্টোরি সিলেকশন নামের
একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম
ক্লাবে। ক্লাবের সঙ্গে মনির খানের
চুক্তি হয় স্পন্সরসহ যাবতীয় খরচ বহন
করবেন তিনি। কিন্তু অনুষ্ঠানের খরচ,
সাউন্ড সিস্টেম, থাকা–খাওয়াসহ যাবতীয়
টাকা পরিশোধ করেননি মনির খান।
টাকা চাইলে গত ১৪ জানুয়ারি ফাস্ট
সিকিউরিটি ব্যাংকের একটি দুই লাখ টাকার
চেক দেন। কিন্তু
চেকটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়।
মামলার আরজিতে আরও বলা হয়, চেক
প্রত্যাখ্যাত হওয়ার পর
বিষয়টি জানানো হলেও মনির খান
কোনো সাড়া দেননি। এসব
অভিযোগে মামলাটি করা হয়।
No comments:
Post a Comment