Headlines



gazitv2

w41j

gazitv

Monday, November 3, 2014

দুর্লভপুরে বিয়ের দাবিতে অনড় অবস্থান …

চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের
বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা।
জেলার শিবগঞ্জের প্রত্যন্ত সীমান্ত
এলাকার ওই প্রেমিকা দুই দিন ধরে তার
তৃতীয় প্রেমিক ওবাইদুলের বাড়িতে অবস্থান
নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের
দাবিতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের
তারাপুর গ্রামের আবদুল মান্নানের
মেয়ে রোকসানা খাতুন (২৩) একই
গ্রামের এজাবুলের ছেলে ওবাইদুলের
বাড়িতে রোববার সন্ধ্যা থেকে অবস্থান নেন।
সূত্র জানায়, রোকসানা ইতপূর্বে প্রেম
করে প্রথম বিয়ে করেন
সাহাপাড়া ভবানীপুর গ্রামের আয়েস
উদ্দীনের ছেলে বশিরকে। এক পর্যায়ে ওই
বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দ্বিতীয় প্রেমিক,
একই গ্রামের মোজাফ্ফর হকের
ছেলে আরিকুলকে বিয়ে করেন তিনি। কিন্তু এর কিছুদিন
যেতে না যেতেই, রোকসানা আবারো টেলিফোনিক
প্রেমে ওবাইদুলকে তৃতীয় প্রেমিক
হিসেবে বেছে নেন।
এদিকে, প্রেমে মজলেও পারিবারিক
চাপে দুবার
স্বামী পরিত্যক্তা রোকসানাকে বিয়ে করতে অস্বীকার
করেন ২৫ বছরের ওবাইদুল। এরই
ধারাবাহিকতায়, তার
অভিভাবকরা অন্যত্র বিয়ে ঠিক করে আজ
সোমবার দিন ধার্য্য করলে, খবর
পেয়ে রোকসানা গতকাল রোববার সন্ধ্যায়
ওবাইদুলের বাড়িতে অবস্থান নেন।
রোকসানার দাবি, ওবাইদুল প্রেমের
নামে তার সঙ্গে প্রতারণা করেছেন।
তবে প্রেমের বিষয় অস্বীকার করে ওবাইদুল
বলেন, ওই মহিলার সঙ্গে আমার কোন
সম্পর্ক নাই। আমাকে ফাঁসানোর জন্যই
সে আমার বাড়িতে অবস্থান নিয়েছে।’
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

No comments: