Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 9, 2014

আমরা বিপ্লব চাই না, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য অন্দোলন করছি

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপ্লব নয়,
অর্থবহ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন
চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের কনফরেন্স
লাউঞ্জে রোববার বিকেলে জাগপা আয়োজিত
‘গণসিপাহী অভ্যুত্থান ও আজকের প্রেক্ষাপট’
শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা বিপ্লব
চাই না। দেশের মানুষের ভোটের অধিকার
ফিরিয়ে আনার জন্য আমরা অন্দোলন করছি।
গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই
সরকারকে নির্বাচনে বাধ্য করা হবে।
তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া আওয়ামী লীগ
সংসদকে একদলীয় রাবার স্ট্যান্ডে পরিণত করেছে।
আওয়ামী লীগের যারা শেখ মজিবুর রহমানের
সরকারকে উৎখাত করতে চেয়েছিল তারা আর জাসদের
ইনু এখন রাষ্ট্র পরিচালনা করছে।সেময় মুজিবুর
রহমানের সরকারকে উৎখাত করতে বর্তমান
তথ্যমন্ত্রী ইনু সেনাবাহিনীর
মধ্যে গোপনে বিপ্লবী সৈনিক
সংস্থা তৈরি করেছিলেন। তারা গণবিরোধী সশস্ত্র
সংগ্রাম করে সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন।
ফখরুল বলেন, জুলুমের শাসন
প্রতিষ্ঠা করা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।
জনগণের ভোটের অধিকার
কেড়ে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন
চালাচ্ছে। ইতিহাস স্বাক্ষী দেয় নির্যাতন
করে অতীতে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি আর
ভবিষ্যতেও পারবে না।
তিনি বলেন, অনেকেই হতাশা প্রকাশ করেন। হতাশ
হওয়ার কিছু নেই।৭ই নভেম্বরের
চেতনাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহবান
জানিয়ে বলেন, বিজয় আমাদের হবেই।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের
নেতৃত্বে অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা:
জাফরুল্লা চৌধুরী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার
লুৎফর রহমান বক্তব্য রাখেন।

No comments: