ঝিনাইদহ: জালিয়াতি ও প্রতারণার
অভিযোগে শৈলকুপা উপজেলার দুই সাব রেজিস্ট্রারের
বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকেলে দুদকের যশোর অঞ্চলের উপ
পরিচালক আব্দুল ওয়াদুদ বাদী হয়ে শৈলকুপা থানায়
মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- শৈলকুপা উপজেলার সাবেক
সাব রেজিস্ট্রার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার
কানতআঙ্গারিয়া গ্রামের নিজাম উদ্দিনের
ছেলে মোমিন উদ্দিন মন্ডল ও শৈলকুপা উপজেলার
হাটফাজিলপুর গ্রামের মৃত কালিপদ সরকারের
ছেলে নির্মল কুমার সরকার।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
আসামিরা পরস্পরে যোগসাজশ করে সরকারি জমির
পরচা জাল করে ২০০৯ সালে শৈলকুপা উপজেলার
হাটফাজিলপুর মৌজায় ১১ শতক
জমি রেজিস্ট্রি করতে সহায়তা করেন। এ
বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে দুদক তদন্ত
শেষে অভিযোগের সত্যতা পায়। পরে সোমবার
মামলা করা হয় বলে তিনি জানান।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান
ওসি।
অভিযোগে শৈলকুপা উপজেলার দুই সাব রেজিস্ট্রারের
বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকেলে দুদকের যশোর অঞ্চলের উপ
পরিচালক আব্দুল ওয়াদুদ বাদী হয়ে শৈলকুপা থানায়
মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- শৈলকুপা উপজেলার সাবেক
সাব রেজিস্ট্রার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার
কানতআঙ্গারিয়া গ্রামের নিজাম উদ্দিনের
ছেলে মোমিন উদ্দিন মন্ডল ও শৈলকুপা উপজেলার
হাটফাজিলপুর গ্রামের মৃত কালিপদ সরকারের
ছেলে নির্মল কুমার সরকার।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
আসামিরা পরস্পরে যোগসাজশ করে সরকারি জমির
পরচা জাল করে ২০০৯ সালে শৈলকুপা উপজেলার
হাটফাজিলপুর মৌজায় ১১ শতক
জমি রেজিস্ট্রি করতে সহায়তা করেন। এ
বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে দুদক তদন্ত
শেষে অভিযোগের সত্যতা পায়। পরে সোমবার
মামলা করা হয় বলে তিনি জানান।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান
ওসি।
No comments:
Post a Comment