আসছে ঈদেই বাংলাদেশসহ বিশ্বের
৭টি দেশে মুক্তি পাচ্ছে অনন্ত-বর্ষার ‘মোস্ট ওয়েলকাম
টু’। তার আগেই হয়ে গেল সিনেমাটির অডিও
প্রকাশনা অনুষ্ঠান।
তবে শুধুমাত্র গ্রামীনফোনের গ্রাহকেরা শুনতে পারবেন
গানগুলো। ডাউনলোড করতে পারবেন ওয়েলকাম টিউন ও
রিংটোন হিসেবেও ।
বৃহস্পতিবার রাজধানীর প্যান-প্যাসিফিস সোনারগাঁও
হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ
ঘোষণা দেন ছবিটির পরিচালক, প্রযোজক ও
অভিনেতা অনন্ত জলিল।
সিনেমাতে থাকছে ছয়টি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন
ভারতীয় শিল্পী শুভমিতা, কৈলাস খের, অমৃতা আকাশ। আরও
আছেন বাপ্পা মজুমদার, নওমি, শহীদ, তানভীর তারেক ও
সোম চন্দ্র। ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন শহীদ,
ইমন সাহা, তানভীর তারেক ও রফি।
img
img
অনন্ত জলিল জানান, সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ
চলছে চেন্নাইতে, আর তাই “সুন্দর সুন্দর লোকেশনে ধারণ
করা গানের দৃশ্যগুলো” দেখানো সম্ভব হচ্ছে না।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, দুবাই, কাতার,
মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, চম্পা,
দিতি, সোহেল রানা।
Posted via Blogaway
No comments:
Post a Comment