ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের
সামনে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ ভাংচুর
করেছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাউথ ইস্ট ব্যাংকের
নবনির্মিত ওই এটিএম বুথ ভাংচুর হয়।
তবে কী কারণে ভাঙা হল, তার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই শতাধিক
শিক্ষার্থী জড়ো হয়ে রড, বাঁশের
লাঠি দিয়ে বুথে হামলা চালায়। তারা বুথের
ওপরে টানানো চারপাশের ব্যানারগুলো খুলে ফেলে।
এটিএম বুথের নিরাপত্তাকর্মী আরিফ সাংবাদিকদের বলেন,
“কী কারণে হামলা হল, তাও বলেনি। আমি নিষেধ করলেও
কেউ শোনেনি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুরের বিষয়টি শুনেছি,
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে পারিনি।
বুথে টাকা লেনদেন শুরু হয়েছিল কি না-
জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত শুরু হয়নি, এটিএম
বুথটি কিছু দিন আগেই নির্মিত হয়েছে।”
Posted via Blogaway
No comments:
Post a Comment