আসন্ন রমজানে বাজারে পণ্যের মূল্য সম্পর্কে ভোক্তাদের
যে কোনো অভিযোগ নিতে জেলা প্রশাসনের
নিয়ন্ত্রণকক্ষে ‘হটলাইন’ চালু করা হবে।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত
এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
রমজানে ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য স্থিতিশীল
রাখতে এবং ভেজাল রোধে আমদানিকারক, ব্যবসায়ী ও
ভোক্তা অধিকার সংগঠনের সঙ্গে এই মতবিনিময় সভার
আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, প্রতিবারের মতোই ভোগপণ্যের মূল্য
নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে মনিটরিং সেল করা হবে।
“পাশাপাশি জেলা প্রশাসনে একটি নিয়ন্ত্রণ কক্ষ
খোলা হবে। সেখানে একটি হটলাইন চালু করা হবে। পণ্যের
দাম ও মান বিষয়ে ক্রেতারা সেখানে অভিযোগ
জানাতে পারবেন। এরপর মনিটরিং সেল
থেকে ব্যবস্থা নেয়া হবে।”
রমজান শুরুর কয়েকদিন আগে থেকে হটলাইন চালু
হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সব ঠিক করে পত্রিকার
মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে।
ভোক্তা অধিকার সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে এবারের
রমজানে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়িয়ে চারটি করার
সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
সভায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ
বলেন, রমজানের প্রয়োজনীয় ভোগ্যপণ্য ছোলা, চিনি,
খেজুর যথেষ্ট মজুদ থাকায় এসবের দাম বাড়ার আশঙ্কা নেই।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির
চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ছালেহ আহমেদ সোলেমান,
সহ-সভাপতি কামাল উদ্দিন তালুকদার, কনজ্যুমারস
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয়
সভাপতি এস এম নাজের হোসাইন, চাক্তাই শিল্প ও
ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম হারুনুর রশিদ।
সভায় ভোগপণ্যের বড় আমদানিকারক ও চট্টগ্রামের
অন্যতম প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জের
কোনো ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
Posted via Blogaway
No comments:
Post a Comment