Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label CHITTAGONG. Show all posts
Showing posts with label CHITTAGONG. Show all posts

Friday, June 20, 2014

পানির নীচে চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার
সন্ধ্যা থেকে ভারী বর্ষণ হচ্ছে। এতে নগরের
বিভিন্ন নীচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায়
হাঁটু থেকে কোমর সমান পানি জমে জলাবদ্ধতার
সৃষ্টি হয়েছে। এতে নগরবাসী দুর্ভোগে পড়েছে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বিভিন্ন
জায়গায় পানি উঠায় যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই
ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নগরের অনেক
এলাকা পানির নিচে তলিয়ে যায়। নগরীরর মানুষ
ঘরবাড়িতে আটকা পড়েছে। ঘরের ভেতরের
পানি ঢুকে পড়ায় রান্না-বান্নাও করতে পারছেন
না তারা। কাঁচাবাজারগুলোওতেও পানি উঠায়
নগরীরবাসী পড়েছে চরম দুর্ভোগে।
ভারী বর্ষণের কারণে গতকাল থেকেই পুরো নগর
বিদ্যুৎশুন্য হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায়
দুর্ভোগের মাত্রা আরো বেড়েছে আরো কয়েকগুন।
একদিনের ভারী বর্ষণেই চট্টগ্রাম-কক্সবাজার
সড়কের বিভিন্ন জায়গায় পানি উঠায় যান চলাচল
বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায়
যাত্রীদের পায়ে হেঁটে পথ পাড়ি দিতে হচ্ছে।
এতে চরম দুর্ভোগের
মধ্যে পড়েছে যাত্রী সাধারণ।
এছাড়া নগরের প্রধান সড়কেই পানির
স্রোতে বইছে। ফলে গতকাল রাত থেকেই বিভিন্ন
ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরবাসী নগরের
এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চরম
দুর্ভোগে পড়ছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল
থেকে ২৪ ঘণ্টায় ২৬৭.২ মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে। আগামীকাল এ বৃষ্টিপাত
অব্যাহত থাকবে।
গত মাসেও ভারী বর্ষণে নগরের নিম্নাঞ্চল
একবার তলিয়ে যায়।

posted from Bloggeroid