ঢাকা: জার্মানি এবং আর্সেনালের হয়ে খেলা মেসুত ওজিল
বিশ্বকাপ জেতার ফলে যে অর্থ পেয়েছেন তা গাজার শিশুদের
দিয়ে সাহায্য করবেন বলে জানিয়েছেন।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বশিরোপা জেতায়
প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেয়ার
ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায়
প্রত্যেককে আরো দেড় লাখ ইউরো দেয়া হয়। আর সেই
অর্থ গাজার শিশুদের দিবেন বলে জানান ওজিল।
তুর্কি বংশদ্ভূত ওজিল ফাইনালের আগে কোরআন তেলাওয়াত
করে মাঠে নামেন। এর আগে রোজার
মাসে রোজা রেখে তিনি প্রতিটি ম্যাচে মাঠে নামতেন।
ইসরাইলকে সমর্থন দেয়ায় ফিফা কর্মকর্তাদের
সঙ্গে হ্যান্ডশেক করেন নি এই মুসলিম ফুটবল তারকা।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে আলজেরিয়া ফুটবল দল
তাদের প্রাইজমানি গাজার বাসিন্দাদের জন্য অনুদান
হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।
বিশ্বকাপ জেতার ফলে যে অর্থ পেয়েছেন তা গাজার শিশুদের
দিয়ে সাহায্য করবেন বলে জানিয়েছেন।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বশিরোপা জেতায়
প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেয়ার
ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায়
প্রত্যেককে আরো দেড় লাখ ইউরো দেয়া হয়। আর সেই
অর্থ গাজার শিশুদের দিবেন বলে জানান ওজিল।
তুর্কি বংশদ্ভূত ওজিল ফাইনালের আগে কোরআন তেলাওয়াত
করে মাঠে নামেন। এর আগে রোজার
মাসে রোজা রেখে তিনি প্রতিটি ম্যাচে মাঠে নামতেন।
ইসরাইলকে সমর্থন দেয়ায় ফিফা কর্মকর্তাদের
সঙ্গে হ্যান্ডশেক করেন নি এই মুসলিম ফুটবল তারকা।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে আলজেরিয়া ফুটবল দল
তাদের প্রাইজমানি গাজার বাসিন্দাদের জন্য অনুদান
হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।
posted from Bloggeroid