Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label football. Show all posts
Showing posts with label football. Show all posts

Saturday, June 21, 2014

মেসির গোলে আর্জেন্টিনার স্বস্তি

অবশেষে গোল পেলেন আর্জেন্টিনা। আর সেই
কাঙ্খিত গোলটি করলো লিওনেল মেসি। খেলার ৯০
মিনিটে অসাধারণ এ শটেই বিশ্বকাপে মেসির
দ্বিতীয় গোল পান মেসি।
প্রথমার্ধে আক্রমণাত্মক আর্জেন্টিনাকে রক্ষণাত্মক
হয়ে ঠেকিয়ে রাখলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হার
নিয়ে মাঠ ছাড়তে হয় ইরানকে।
পুরো ম্যাচে আর্জেন্টিনা ৭১ শতাংশ সময় বল
নিজেদের পায়ে রাখে। গোলবারে শট নিয়েছে ১৯
বার। পক্ষান্তরে ইরান ২৯ শতাংশ বল
পায়ে রেখে আর্জেন্টিনার গোল বারে শট
নিয়েছে ৮টি।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার
ত্রান কর্তা হিসেবে আবারো নিজেকে মেলে ধরেন
লিওনেল মেসি। গত ম্যাচের পর আবারো গোল
করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন এ
অধিনায়ক।
ম্যাচের প্রথমার্ধে গোলের
দেখা পায়নি কোনো দলই। আক্রমণাত্মক
আর্জেন্টিনাকে রক্ষণাত্মক হয়ে প্রথমার্ধ
ঠেকিয়ে রেখেছিল অপেক্ষাকৃত কম শক্তিশালী দল
ইরান।
ম্যাচের প্রথমার্ধে ৭৮ শতাংশ সময় নিজেদের
পায়ে বল রেখেছিল আর্জেন্টিনা।
গোলবারে দশটি শট নিয়েও
আলিরেজা হকিকিকে ফাঁকি দিতে পারেনি তারা।
ম্যাচের ১৩ মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার
সুযোগ পেয়েছিল আর্জেন্টাইনরা।
ফারনান্দো গ্যাগো এবং গনঞ্জালো হিগুয়েনের
প্রচেষ্টা ব্যর্থ হয়।
ম্যাচের ১৯ ও ২২ মিনিটে ডি মারিয়া ও হিগুয়েন-
এগুয়েরোর দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। ৩২
মিনিটে গোলবারের ২৫ গজ দূরে থেকে একটি ফ্রি-
কিক পেলেও গোল বঞ্চিত হয় মেসিবাহিনী।
পুরো সময় আর্জেন্টিনার পায়ে বল থাকলে ইরান
তাদের রক্ষণভাগ সামলাতে ব্যস্ত ছিল। এর মাঝেও
৪২ মিনিটে পাওয়া একটি কর্ণার কিক
থেকে কুইরোজ শিষ্যরা গোল আদায় করে নেয়ার
সুযোগ নষ্ট করে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই আক্রমণ
পাল্টা আক্রমণে খেলা চালিয়ে যেতে থাকে।
৫৩ মিনিটে ইরানের রেজা গুচানেজহাদ একটি শট
নিলে নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন
আর্জেন্টিনার গোল রক্ষক। এর সাতমিনিট পর
মেসির একটি একক প্রচেষ্টা ব্যর্থ হয় গোলবারের
পাশ দিয়ে বল চলে গেলে। ২০ গজ দূর থেকে মেসির
এ শটে গোলের সম্ভাবনা জেগেছিল।
ম্যাচের ৬৭ মিনিটে আবারো আর্জেন্টিনার
ত্রানকর্তা হিসেবে নিজেকে প্রমান করেন গোল
রক্ষক সার্জিও রোমেরো। ইরানের আশখান
দেজাগহের করা একটি জোড়ালো হেড আটকিয়ে দেন
রোমেরো।
৭৩ মিনিটে ডি-বক্সের অল্প
বাইরে থেকে পাওয়া একটি ফ্রি-কিকের শট
নিলে মেসি আবোরো জালের
ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হন। এর দুই মিনিট পরেই
ডি মারিয়ার দশ গজ দূর থেকে নেয়া জোড়ালো শট
রুখে দেন ইরানের গোল রক্ষক।
ম্যাচের ৮৩ মিনিটে দারুন একটি ডাইভ
দিয়ে হকিকি দলকে গোলের হাত
থেকে আবারো দলকে রক্ষা করেন। গোলবারের ১২
গজ দূর থেকে রুদ্রিগো পালাসিওর হেড
আটকিয়ে দেন তিনি। এর ঠিক দু’মিনিট পর ইরানের
পাল্টা আক্রমনে নিশ্চিত গোল রুখে দেন
আর্জেন্টাইন গোল রক্ষক।
এর আগে আর্জেন্টিনা তাদের প্রথম খেলায় ২-১
গোলে জয় পেয়েছে বসনিয়া-হার্জেগোভানিয়ার
বিপক্ষে। অন্যদিকে ইরান এবং নাইজেরিয়ার
মধ্যকার ম্যাচ গোলশুন্য ড্র হয়েছে।
শনিবার রাত ১০টায় ব্রাজিলের
বেলো হরিজন্তে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

posted from Bloggeroid

Friday, June 20, 2014

প্রথম গোল বাংলাদেশকে উৎসর্গ করবে হন্ডুরাস ওয়ার্ল্ড কাপ ডেস্ক

ঢাকা: বাংলাদেশে হন্ডুরাসের বিশাল ফ্যান পেয়ে উচ্ছ্বসিত
ফুটবলের ৩৩তম ৠাকিংয়ে থাকা হন্ডুরাস। দেশটি এতই
খুশি যে বিশ্বকাপে তাদের প্রথম গোলটি বাংলাদেশের জন্য
উৎসর্গ করার ঘোষণা দেয়।
এ তথ্য জানা যায়, ‘আমরা হন্ডুরাসের পাগলা সমর্থক’
নামের একটি ফেসবুক ফ্যানপেজ থেকে।
সত্যতা মিলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজপেপার বাবলনিউজ
থেকেও। বাবল নিউজ লিখেছে, হন্ডুরাসের
ক্রীড়া মন্ত্রী এজন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ
জানিয়েছেন। এমনকি তাদের নিজস্ব ভাষার
সংবাদপত্রে নিউজও প্রকাশ করেছে।
শুক্রবার বাংলাদেশ সময় ভোররাত ৪টায় ইকুয়েডরের
মুখোমুখি হয় হন্ডুরাস। এর আগে ১৫ জুন ফ্রান্সের
বিপক্ষে ম্যাচে তারা ৩-০ গোলে হারে।
বাংলাদেশ থেকে পারিচালিত এই ফ্যান পেজ অফিসিয়ালি ‘We
are crazy fans of Honduras football team from
Bangladesh' নামে পরিচালনা করছেন বাংলাদেশের তিন
তরুণ। দেশের সবাই যখন ব্রাজিল আর
আর্জেন্টিনা ছাড়া কিছু ভাবতে পারছে না তখন হন্ডুরাসের
জন্য এ আয়োজন সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ
মাধ্যমে।
শুধু ফেসবুক নয়, তারা একটি ভিডিও আপলোড করেছেন
হন্ডুরাসের জন্য। ই গ্রুপে হন্ডুরাসের প্রতিপক্ষ
শক্তিশালী ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইকুয়েডর। কিন্তু
সমর্থকরা গ্রুপ পর্ব নিয়ে মাথাই ঘামাচ্ছেন না। তাদের
লক্ষ্য ফাইনালের দিকে।
বাংলাদেশি সমর্থকদের এই ইভেন্টে ইতোমধ্যে যোগ
দিয়েছেন ৩৩ হাজারের বেশি ফ্যান।
আরও একটি খবর হলো হন্ডুরাস বাংলাদেশের ফ্যানদের
ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হয়নি, বাংলাদেশের ক্রিকেটের জন্যও
তারা শুভ কামনা জানিয়েছে।

posted from Bloggeroid

ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে ছুটি ঘোষণার প্রস্তাব

ঢাকা: স্বাগতিক ব্রাজিলের পরবর্তী ম্যাচের দিন (২৩ জুন)
দক্ষিণ আমেরিকার বড় শহর সাও
পাওলোতে ছুটি ঘোষণা করার প্রস্তাব দিয়েছে মেয়র।
ব্রাজিল-মেক্সিকো ম্যাচের দিন জ্যামের কারেণ ব্রাজিলের
কিংবদন্তি খেলোয়াড় পেলে খেলা দেখতে পারেনি।
ভক্তরা যাতে ট্রাফিক জ্যামে না পড়ে সে জন্য ওই দিন
ছুটি ঘোষণা করার প্রস্তাব দেন সিটি মেয়র।
মেয়র ফার্নান্দো হাদ্দাদ বলেন, সিটি এসেম্বলিতে ২৩ জুন
সাধারণ ছুটি ঘোষণার এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তখন
ব্রাজিল ব্রাসেলিয়ায় মুখোমুখি হবে ক্যামেরুনের এবং সাও
পাওলোতে নেদারল্যান্ডের মুখোমুখি হবে চিলি। এ বিল পাশ
হলে বিশ্বকাপের সময় আরো ছুটি ঘোষণা করা সহজ হবে।
অনেক স্কুল এবং ব্যাংক আংশিক বন্ধ থাকার পরও
ভক্তদের টিভি স্কিনের সামনে জট করার কারণে গত ম্যাচের
সময় সাও পাওলোতে ৩০২ কিলোমিটার জ্যাম হয়েছিলো।
ট্রাফিক কোম্পানি সি-নেটের মতে, সাধারণত ওই
সময়টাতে ৩৮ কিলোমিটার জ্যাম হয়ে থাকে।

posted from Bloggeroid

১৭-০ গোলের ব্যবধানে জয়! (ভিডিওসহ)

১৯৯৮ সালের বিশ্বকাপের ১৭তম আসর
ফ্রান্সে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ওই
বিশ্বকাপে সর্বোচ্চ ৩২টি দল অংশগ্রহণ করে।
কিন্তু ১৯৯৭ সালের ২ জুন মালদ্বীপ-ইরানের
মধ্যে কোয়ালিফিকেশন ম্যাচে ঘটে যায় ইতিহাস।
ওই ম্যাচে সর্বোচ্চ ১৭-০
গোলে মালদ্বীপকে পরাজিত করে এশিয়ার শক্তিধর
ইরান। এটিই এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসের
সর্বোচ্চ ব্যবধানের জয়।

posted from Bloggeroid

Tuesday, June 17, 2014

ব্রাজিলে সিগারেটের বিনিময়ে দেহ বিক্রি! আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: এক প্যাকেট সিগারেট কিংবা একটু মদের
বিনিময়ে দেহ বিক্রি করছে ব্রাজিলের
অল্পবয়সী মেয়েরা। অতিদরিদ্র পরিবারের এসব
মেয়ে দেহ বিক্রির বিনিময়ে পাওয়া সিগারেট আর
মদকে ব্যবহার করে ক্ষুধা নিবারণের জন্য!
এমনিতে ফ্রি সেক্সের দেশ হওযায়
দেশটিতে পতিতাবৃত্তি বৈধ হলেও এক্ষেত্রে শিশুদের
ব্যবহার নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা থাকলেও
দেশটিতে বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার শিশু
পতিতাবৃত্তির সঙ্গে জড়িত। একাধিক শিশু
যৌনকর্মী জানান, তারা যৌন সংসর্গের বদলে অনেক সময়
সিগারেট কিংবা মাদক নিয়ে থাকে। কারণ
এতে করে তাদের ক্ষুধার চাহিদা কমে যায় এবং রাস্তা-
ঘাটের জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতেও সুবিধা হয়।
এসব শিশুর মধ্যে অল্প কিছু আছে যারা স্বেচ্ছায় এ
পেশায় এসেছে পয়সা কামানোর জন্য। তবে বেশিরভাগকেই
তাদের দরিদ্র বাবা-মায়েরা এ পথে ঠেলে দিয়েছে। এ
পেশার সঙ্গে জড়িত আমান্দা নামের ১৪ বছর বয়সী এক
কিশোরী জানায়, পাঁচ বছর বয়সে তার দাদি তাকে এ
পেশায় ঠেলে দেন। পেশায় নামার পর থেকে এখন পর্যন্ত
তাকে দু’বার গর্ভপাত করাতে হয়েছে অনিয়ন্ত্রিত যৌন
মিলনের কারণে। সে আরো জানায়, এভাবে দেহ বিক্রির
বিনিময়ে কখনো ২ ডলার আবার কখনো এক প্যাকেট
সিগারেট জোটে।
শিশুদের পতিতাবৃত্তিতে নিয়ে আসার সঙ্গে জড়িত ছিলেন
এমন এক দালাল জানান, নারী দেহব্যবসায়ীরা শিশুদের
বাবা-মাকে কৌশলে রাজি করায়। তারপর ৫ হাজার ডলার
থেকে ১০ ডলারের বিনিময়ে কিনে তাদেরকে এ পেশায়
নিয়োজিত করে।
ব্রাজিল সরকার প্রত্যেক বছর শিশুদের এ
পেশা থেকে দূরে রাখার জন্য ৩৩ লাখ ডলার খরচ করে।
তবে শিশুদের নিয়ে কাজ করে এমন এক কর্মী দাবি করেন,
সরকারের পদক্ষেপ যথাযথ নয়। তাছাড়া পুলিশ বাহিনীও
এর সঙ্গে পরোক্ষভাবে জড়িত।

posted from Bloggeroid

Sunday, June 15, 2014

চোখ ধাঁধিয়ে দিলেন মেসি

মেসিকে শেষ
কবে এমন
উল্লাস
করতে দেখেছেন?
অনেক
প্রতীক্ষার
পর
অবশেষে বিশ্বকাপের
বিশ্বমঞ্চে চোখ
ধাঁধানো গোল
করলেন
মেসি। বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৬৫ তম
মিনিটে হিগুয়েইনের কাছ থেকে বল
পেয়ে মেসি যে গোলটি করলেন তা বহুদিন সম্মোহিত
করে রাখবে আর্জেন্টাইন সমর্থকদের।
মেসির মাপা শট যতক্ষণে বসনিয়ার
বারে ছোঁয়া দিয়ে জ্বালে গিয়ে জড়িয়েছে, ততক্ষণে তার
পায়ের যাদুর ঘোরে পড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন
বসনিয়ার দুই দুইজন ডিফেন্ডার।
প্রথমার্ধে আর্জেন্টিনার খেলা দেখে হতাশ ছিলেন
দর্শকরা। সবাই প্রতীক্ষায় ছিলেন মেসির চেনা যাদু
দেখতে। প্রতীক্ষার দীর্ঘ সময় পেরিয়ে মেসি সে যাদু
দেখিয়েছেন। মেসির যাদু দেখানো মানেই ফুটবল শিল্পের
চোখ ধাঁধানো প্রদর্শনী। আসলেও হয়েছে তাই।
প্রথমার্ধের নিষ্প্রাণ
খেলা বদলাতে সাবেলা দ্বিতীয়ার্ধে মাঠে নামান
হিগুয়েনকে। সাথে আগুয়েরো ও মেসি তো ছিলেনই।
তারপরের গল্পটা একান্তই শিল্পময় ফুটবলের।
আর্জেন্টিনার একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায়
বসনিয়া।

posted from Bloggeroid

Friday, June 13, 2014

কৃষক পতাকা বানালেন জমি বিক্রি করে!

কতটুকু ভালোবাসা যায় ফুটবল খেলাকে? কতটুকু
ভালোবাসা যায় প্রিয় ফুটবল দলকে? এই
ভালোবসার কোনো মাপকাঠি করতে দিলেন
না বাংলাদেশের এক ফুটবল প্রেমিক। মাগুরার
এক কৃষক ফুটবল বিশ্বকাপের উন্মদনায় নিজের
জমি বিক্রি করে পাওয়া টাকা ব্যয়
করে বানালেন প্রিয় দলের পতাকা।
মাগুরা সদর উপজেলার এই কৃষকের নাম আমজাদ
হোসেন।
ফুটবল খেলায় তার প্রিয় দল জার্মানি। তাই
তিনি নিজের জমি বিক্রির টাকা থেকে প্রায়
দেড় লাখ টাকা খরচ করে সাড়ে তিন হাজার
গজের জার্মানির এই পতাকা তৈরি করেছেন।
আমজাদ হোসেন জানান, এ টাকা যোগাড়
করতে তিনি নিজের ৫০ শতাংশ
জমি বিক্রি করেছেন।
মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের
নেহাল উদ্দিন মোল্যার ছেলে আমজাদ (৬৫)
পেশায় কৃষক।
তিনি জানান, ১৯৮৭ সালে তিনি দুরারোগ্য এক
অসুখে আক্রান্ত হন। সে সময় চিকিৎসার জন্য
বিভিন্ন পথ্য ব্যবহার করেও কোনো সুফল
পাননি। অবশেষে জার্মানি থেকে আনা ওষুধ
সেবনের পর সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই
ফুটবলে জার্মানিকে সমর্থন জানিয়ে আসছেন।
আমজাদ জমি বেচা টাকায় পতাকা তৈরির পর
এখন তা নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন প্রিয়
দলের অন্য সমর্থকদের গোছাতে।
আমজাদ হোসেন আরো জানান, তিন কিলোমিটারের
বেশি দীর্ঘ এই পতাকা তৈরির জন্য তিনি তিন
জন দর্জি নিয়োগ করেন। তাদের মজুরি হিসেবেই
দিতে হয়েছে অন্তত ৪০ হাজার টাকা।
বাংলাদেশী জার্মান সমর্থক আমজাদ এত
টাকা খরচ হওয়ার পরেও মোটেই চিন্তিত নন।
তিনি ঘোষণা দিয়েছেন প্রিয় দল
জার্মানী বিশ্বকাপ
জিতলে আরো বেশি টাকা খরচ করবেন।

posted from Bloggeroid

Thursday, June 12, 2014

আগেভাগেই ব্রাজিলকে কাপ দিতে বললেন লভরেন

ঢাকা: বিশ্বকাপের প্রথম ম্যাচের ফলাফল,
ব্রাজিল ৩ ক্রোয়েশিয়া ১। এভাবেই
বেজেছে রেফারির শেষ বাঁশি।
এর আগে সাও পাওলো স্টেডিয়ামে ব্রাজিল ও
ক্রোয়েশিয়া ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধের
নির্ধারিত সময় শেষ করে। ম্যাচের ৭১
মিনিটে নেইমারের দ্বিতীয় গোলে স্বাগতিক
ব্রাজিল ২-১ গোলে এগিয়ে যায়। পেনাল্টি কিক
থেকে এ গোল করেন নেইমার। ম্যাচের শেষ
দিকে অস্কারের গোলে ৩-১ ব্যবধান নিয়ে মাঠ
ছাড়ে ব্রাজিল।
ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার বড় ধরনের পরাজয়ের
জন্য ডিফেন্ডার দিজেন লভরেন দুষলেন
রেফারিকে। ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন
উচি নিশিমুরা। ব্রাজিলের
ফ্রেডকে অবৈধভাবে বাধা দেওয়ার
কারণে পেনাল্টি পায় ব্রাজিল।
তবে এটি রেফারির ভুল সিদ্ধান্ত বলে মনে করেন
লভরেন।
লভরেনের মতে তারা ১২ জনের বিপক্ষে খেলেছেন।
পক্ষপাতিত্বের দোষ দিয়ে তিনি পেনাল্টির এই
সিদ্ধান্তকে ফিফার ‘কেলেঙ্কারি’ বলে জানান।
সাউদাম্পটনে খেলা লভরেন ম্যাচ শেষে বলেন,
‘আমি খুবই মর্মাহত। আমার কাঁদতে ইচ্ছা করছে।
সকলেই এটি দেখেছেন। আমি মনে করি ফিফার জন্য
এই ঘটনা কলঙ্কের। সকলেই আমাদের বলছে আর
কি ঘটতে চলেছে? আমরা ফিফার প্রতি সম্মান
রেখেই বলছি খুব দ্রুতই ব্রাজিলকে কাপ
দিয়ে দিতে।’
যদি ক্রোয়েশিয়া ম্যাচটিতে জিতে যেতো তাহলে তারা কি বলতেন-
এমন প্রশ্ন করা হলে দেশের হয়ে ২৫ ম্যাচ
খেলা লভরেন বলেন, ‘আমি মনে করি ব্রাজিলের
বিপক্ষে আমরা বেশ ভালো খেলেছি। তবে ১২ জনের
দলের বিপক্ষে খেলতে পারিনি। আমরা সকলেই
ম্যাচ শেষে ড্রেসিং রুমে বসে সে ঘটনার
ছবি দেখেছি। সবার মনেই এটি নিয়ে উঠেছে।’


Posted via BN24Hour

Wednesday, June 11, 2014

‘নকল রোনালদিনহোকে’ দেখে বোকা মেসি

স্পোর্টস ডেস্ক : সেই ঝাকড়া চুল, সেই
দোহারা গঠন, সেই ভুবনমোহিনী দাঁতপাটির
হাসি। কিন্তু আদেতে তিনি রোনালদিনহো নন।
তাই সবাই তাকে রোনালদিনহো ভেবে ভুল করে।
লিওনেল মেসিও তাই করলেন। যদিও শেষ পর্যন্ত
আর্জেন্টাইন অধিনায়ক বুঝতে পেরেছিলেন এই
রোনালদিনহো তার বার্সেলোনা সতীর্থ
রোনালদিনহো নন।
বুধবার ব্রাজিলর
বেলো হরিজন্তে শহরে বিশ্বকাপের জন্য শেষ
মুহূর্তের
প্রস্তুতি নেয়ার
সময়
এই
নকল
রোনালদিনহোর
দেখা পান
মেসি।
যেখানকার
এস্টাডিও
ইন্ডিপেন্ডইয়াসায়
প্রায়শই
অনুশীলন
করতে আসেন
ব্রাজিলের
২০০২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক। কারণ
এই শহরের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরাতেই
খেলে থাকেন রোনালদিনহো।


posted from Bloggeroid

ব্রাজিল বিশ্বকাপ – বিশ্বকাপের উদ্বোধনীতে কী থাকছে?

ঢাকা: ফুটবল রসিকদের বিরহ কাটছে। চার
বছরের আড়ি শেষে বৃহস্পতিবার
আবারো মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। তাও
আবার সাম্বা আর কার্নিভালের দেশে। ফুটবল
যেখানে ধর্ম- সেই ব্রাজিলের সবুজ ঘাসে।
সুতরাং রূপ, রস ও গন্ধে এটা যে চন্দনের সৌরভ
ছড়াবে চোখ বন্ধ করেই বলে দেয়া যায় সেটা।
অবশ্য প্রাথমিকভাবে ইন্দ্রপতনের খবর দিয়েছিল
ফিফা। ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল,
বৃহস্পতিবারের বিশ্বকাপের
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না মার্কিন পপ
তারকা জেনিফার লোপেজ। যিনি ব্রাজিল
বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ওলে ওলার’ (উই
আর ওয়ান) অন্যতম গায়িকা।
তবে বিশ্বকাপের দুই দিন আগে অর্থাৎ, মঙ্গলবার
ফিফা নিশ্চিত করে বিশ্বকে গানের সৌরভে মোহিত
করতে মঞ্চে উপস্থিত থাকতে দ্বিতীয় দফায়
সম্মতি দিয়েছেন জোলো (জেনিফার লোপেজ)।
সুতরাং এর অর্থ দাঁড়াচ্ছে কী? ভাঙন
ধরছে না ফুটবল মহাশৈলীর পর্দা উন্মোচন পর্বে।
সবাই একত্রিতই থাকছেন। যার মানে হলো সাও
পাওলো অ্যারেনায় দর্শক মাতাতে এক
সাথে গাইছেন পিটবুল, ক্লদিয়া লেইতেও ও জোলো।
এ সময় ত্রয়ীদের ড্রামে সহায়তা করবেন
বিশ্বখ্যাত ড্রামবাদক ওলোড্রাম।
৩২ দলের মহাযজ্ঞ উদ্বোধন এতেই
থেমে থাকছে না। ব্রাজিল-
ক্রোয়েশিয়া ময়দানি লড়াইয়ের তিন
ঘণ্টা আগে অর্থাৎ, বৃহস্পতিবার বাংলাদেশ সময়
রাত ১১টায় শুরু হবে বিংশতম ফুটবল বিশ্বকাপের
উদ্বোধনী অনুষ্ঠান। যার স্থায়িত্ব হবে ২৫
মিনিট। এই অনুষ্ঠানটিতে ব্রাজিলের পরিবেশ,
প্রকৃতি ও ঐতিহ্য ও জনগণকে স্মরণ
করে জমকালো বুননের
অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। এখানে যেমন
থাকবে গান ও নাচের মোহনীয় ছন্দ,
তেমনি থাকবে অ্যাক্রোবেটিক জিমন্যাস্টের
যুথবদ্ধ প্রর্দশনী। এতেও যাদের তৃষ্ণা মিটছে না,
তাদের জন্য থাকবে ট্রাম্পোনিলিস্ট ও মার্শাল
আটের চোখ ধাঁধানো পারফরম্যান্স। যেখানে ৬০০
মতো শিল্পী সারা বিশ্বের দর্শককূলের মন জয়ের
চেষ্টা করবেন।
এছাড়া বিশেষ চমক হিসেবে প্রতিবন্ধীদের জন্য
একটি উপস্থাপনা থাকছে। খন্ডিত সেই
চিত্রকল্পে দেখা যাবে একজন প্রতিবন্ধী বিশেষ
রোবোটিক পোশাক পরে নিজের হুইল চেয়ার
থেকে উঠে এসে বলে কিক মারছেন। অবশ্য ওই
প্রতিবন্ধীর নাম নিয়ে ঢাকঢাক গুড়গুড়
করছে আয়োজকরা। কিন্তু এটা জানা গেছে যে,
ব্রাজিলের চিকিৎসক মিগুয়েল নিকোলেসিস
বিশ্বের ১৫৬ জন চিকিৎসক নিয়ে একটি দল
গড়েছেন। তারাই ওই অভিনব পোশাক বানিয়েছেন,
যা মস্তিস্কের তরঙ্গ বুঝে কাজ করতে পারে।
এতো এতো তারকার ভিড়েও এশিয়ার
দর্শকরা হয়তো দিলখোশ হতে পারছেন না। কারণ,
রঙ্গমঞ্চের সব কুশিলবই যে দূর পরবাসের।
সেখানে আপনত্বের সুর বা নৈকট্য কোথায়? এই
কথা ভেবেই হয়তো ব্রাজিলে আমন্ত্রণ
জানানো হয়েছে ‘আরব আইডল’ বিজয়ী ফিলিস্তিনের
গায়ক মোহাম্মদ আসাফকে। তাছাড়া মঞ্চে তোলার
জন্য চেস্টা করা হচ্ছে বিয়নস নোয়েলস ও
বিটলসের স্যার পল ম্যাককার্টনেকে।

posted from Bloggeroid

ফুটবলের এ কোন জাদুকর! (ভিডিও)

ঢাকা: বৃহস্পতিবার থেকে ব্রাজিলে অনুষ্ঠেয়
বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব।
সবার তীক্ষ্ম দৃষ্টি এখন লিওনেল মেসি, নেইমার,
ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডেভিড ভিয়াদের
পায়ের দিকে।
তবে, ফুটবলের এ জাদুকরদের ড্রিবলিংয়ে চক্ষুচড়ক
হওয়ার আগেই বিস্ময়ে কপাল কুঁচকাতে হবে আরেক
জাদুকরের ফুটবলীয় কীর্তি দেখে।
রেমি গেইলার্ড নামে ওই ফরাসি কমেডিয়ান ফুটবল
নিয়ে যা করলেন তা সম্ভবত এলএম১০, সিআর৭
এবং এনজে ১০-দেরও হতবাক না করে পারবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবসহ অন্য
সাইটগুলোতে ছড়িয়ে পড়া তার ফুটবলকীর্তি বেশ
আলোড়ন তুলেছে।
বিশ্বকাপের ২০তম ‍আসরে অংশ নেওয়া ৩২টি দলের
জার্সি গায়ে ৩২টি অবিশ্বাস্য শট নিয়েছেন
রেমি।
৩৯ বছর বয়সী এ ফুটবল জাদুকরের ফুটবলীয় কীর্তির
বর্ণনা পড়ার চেয়ে স্বচক্ষে দেখাই
হবে মহাবিস্ময়ের।

posted from Bloggeroid

Tuesday, June 10, 2014

মাঠে কেন বারবার অসুস্থ হচ্ছেন মেসি?

স্পোর্টস ডেস্ক :
স্টেডিয়ামে প্রতিপক্ষকে মোকাবেলা করার সময়
লিওনেল মেসির বারবার অসুস্থ হওয়া ও
বমি করা নিয়ে তার ভক্তকুলের মধ্যে দুশ্চিন্তার
অন্ত নেই। তবে এটি নিয়ে খুব বেশি চিন্তিত নন
আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা।
আকাশি-সাদা দলের ম্যানেজারের ভাষ্য,
অতিরিক্ত দুশ্চিন্তার কারণেই মাঠে বারবার
অসুস্থ হয়ে পড়ছেন তার দলের প্রাণভোমরা।
টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিও
মেসি কয়েক মাস আগে বলিভিয়ার
বিপক্ষে একটি ম্যাচে মাঠেই
বমি করে ফেলেছিলেন। তখন বার্সেলোনার
মহাতারকার শারীরিক সুস্থতা নিয়ে অনেক
জল্পনা হয়েছে। এরপর সেটা অনেকটা ম্রিয়মানও
হয়েছে। কিন্তু এই সপ্তাহেই ফের সেটা উসকে ওঠে।
কারণ আবারো মাঠেই অসুস্থ হয়ে পড়েন মেসি।
আর্জেন্টিনার সাম্প্রতিক বিশ্বকাপ
প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচেও
অসুস্থ হয়ে পড়েছিলেন এমএলটেন।
তাহলে কী ভয়ংকর কোনো রোগে ভুগছেন
আর্জেন্টিনা অধিনায়ক? ফুৎকারে এই
দুশ্চিন্তাকে উড়িয়ে দিয়েছেন দলটির ম্যানেজার
আলেসান্দ্রো সাবেলা। মঙ্গলবার ব্রাজিলের
উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বর্ষীয়ান এই কোচ
জানান, ‘সম্ভবত অতিরিক্ত দুশ্চিন্তার
কারণে মাঠেই অসুস্থ হয়ে পড়ছে মেসি। কারণ,
মাঠে ওমন উত্তেজনার মধ্যে নিজেকে শান্ত
রাখা বেশ কঠিন।’
বার্সেলোনা ও আর্জেন্টিনার ডাক্তাররা মেসির
অজ্ঞাত এই অসুস্থতার কোনো কারণ খুঁজে পাননি।
তবে মেসি এটিকে অলঙ্ঘনীয় বলে অভিহিত করছেন।
গেল বছর এক
সাক্ষাৎকারে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন,
‘আমি জানিনা এটা আসলে কী। কিন্তু এখনো অনেক
কাজ করতে হবে আমার। দেশের
মানুষকে সুখী করতে সম্ভাব্য সবকিছুই করতে চাই
আমি। কারণ, এর কোনো তুলনাই হয়না।’

posted from Bloggeroid

ব্রাজিলের ফুটবল ভক্তের কাণ্ড!

ঢাকা: একজন ফুটবল ভক্ত তার দেশে এবং প্রিয়
দলের জন্য কতটুকু আবেগ দেখাতে পারে? মনের
ভেতর দেশপ্রেম আর ভক্তি থাকলে সবই সম্ভব!
হ্যাঁ, ব্রাজিলে সাও পাওলোর নেলসন
প্যাভোত্তি নামে এক আইনজীবী তার
দেশকে এবং ফুটবলকে ভালবেসে ২০ বছর
ধরে ব্রাজিলের পতাকার রংয়ের জামা কাপড়
পরেছেন। এমনকি তার অন্তর্বাসও ব্রাজিলের
পতাকার রংয়ের!
১৯৯৪ সালে ফুটবল
বিশ্বকাপের সময়
প্যাভোত্তি শপথ
করেছিলেন, যদি তার
প্রিয় দল ব্রাজিল
বিশ্বকাপ জেতে,
তাহলে সারা জীবন দেশের
পতাকার রংয়ের কাপড়
পরবেন। সেবার ব্রাজিল চতুর্থ বারের
মতো বিশ্বকাপ জয় করে। আর সেই থেকে গত বিশ
বছর ধরে প্যাভোত্তি দেশেকে ভালবেসে তার
অঙ্গীকার পূরণ করে চলছেন।
তার এ দেশপ্রেমের ছোঁয়া শুধু পোশাকেই লাগেনি,
তার ব্যবহৃত দু’টি ভক্সওয়াগন গাড়িতেও হলুদ
রংয়ের ছাপ, বাড়ির ভেতর-
বাহিরে রয়েছে ব্রাজিলের হলুদ-সবুজ
পতাকা রংয়ের নান্দনিক সাঁজ। ভেতরের বিভিন্ন
আসবাবপত্র, জুতা এমনকী তার অর্ন্তবাসও
ব্রাজিলের পতাকার রংয়ে।
প্যাভোত্তি বলেন, আমি ব্রাজিলিয়ান
হিসেবে নিজেকে গর্বিত মনে করি, তাই
আমি এদেশের মাটিকে, মানুষকে ভালবাসি।
আমি ব্রাজিলের উজ্জল ভবিষ্যত এবং মঙ্গল
কামনা করি।
ব্রাজিলিয়ান এ ফুটবল ভক্ত
বলেন, বিশ্বকাপ আমাদের
বিভিন্ন বার্তা দেওয়ার
সুযোগ করে দিয়েছে,
এটা দেখানোর জন্য
যে আমরা এখানে আছি,
সত্যিই ব্রাজিল আছে।
বিশ্বকাপ ফুটবল
সবাইকে ঐক্যবদ্ধ করেছে।







posted from Bloggeroid

বিদেশী পতাকা টানানোয় জরিমানা

মুস্তাফিজুর রহমানের নির্দেশে এসব ভবন
থেকে বিদেশি পতাকা সরিয়ে ফেলা হয়
বলে জানা গেছে।
মঙ্গলবার বিদেশি পতাকা টানানোর
অভিযোগে বাংলাবাজারসহ জেলার বিভিন্ন এলাকায়
তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ভোলা জেলার সব উপজেলাতেই ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে বিদেশি পতাকা অপসারনের
ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
স্থানীয় সূত্র জানায়, দৌলতখান
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ
আদালত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত
বাংলাবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান
চালায়। এ সময় আদালত বিদেশি পতাকা টাঙানোর
অভিযোগে দিদারুল্ল্যাহ গ্রামের সালাউদ্দিনকে ৫০০
টাকা, একই গ্রামের সহিদকে ৫০০ টাকা ও উত্তর জয়নগর
গ্রামের মো. রিয়াজকে ৫০০ টাকা জরিমানা করেন।
এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে উপজেলার সকল ভবন
থেকে বিদেশি পতাকা সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।
এর পর দৌলতখান উপজেলার বিভিন্ন ভবন
থেকে সরিয়ে ফেলা হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ
বিভিন্ন দেশের পতাকা।
দৌলতখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর
রহমান জানান, বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালায়
১৯৭২ সালের ৯ (৪) ধারায় উল্লেখ রয়েছে, দেশের
অভ্যন্তরে শুধুমাত্র দূতাবাস ছাড়া অন্য কোনো ভবন
অথবা যানবাহনে বিদেশি পতাকা টাঙানো রাষ্ট্রদ্রোহীতার
সামিল। তাই উপজেলার সকল ভবন
থেকে বিদেশি পতাকা সরিয়ে ফেলার নির্দেশ
দেয়া হয়েছে।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান,
দৌলতখানের ইউএনও একটি ভালো কাজ করেছেন। দেশের
অভ্যন্তরে বিদেশি পতাকা উড়ানো রাষ্ট্রদ্রোহীতার
সামিল। এটা যারা করছে তারা জাতীয় পতাকার
অবমাননা করছেন। তবে, শুধু আইন করে কিংবা ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে জরিমানা করে এটা করা বন্ধ
করা যাবে না। এর জন্য মানুষের মূল্যবোধের প্রয়োজন।
ভোলা জেলার সব উপজেলাতেই ভ্রাম্যমাণ আদালতের
মাধ্যমে বিভিন্ন ভবন থেকে বিদেশি পতাকা অপসারনের
ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

posted from Bloggeroid

নেইমার আহত

ঢাকা: চোট পেয়েছেন নেইমার। মঙ্গলবার রিও
ডি জেনিরোর অদূরে নিজেদের
ট্রেনিং ক্যাম্পে অনুশীলনের সময় অ্যাঙ্কেলে চোট
পান ব্রাজিলের এই ফুটবল তারকা।
এদিকে নেইমারের চোটে অস্বস্তির
সৃষ্টি হয়েছে ব্রাজিলে। চোটের
ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও ১২
তারিখে ক্রোয়েশিয়ার
বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার
মাঠে নামা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ব্রাজিল
দলের ফিজিও বলেছেন,
পরীক্ষা করলে বোঝা যাবে তিনি কতখানি আঘাত
পেয়েছেন।
রিও ডি জেনিরো থেকে ১০০ কিলোমিটার
দূরে গ্রাঞ্জা কোমারিতে অনুশীলন করছে ব্রাজিল
দল। সেখানেই অনুশীলনের সময় চোট
পেয়ে মাটিতে পড়ে যান নেইমার। সাথে সাথেই
ছুটে আসেন কোচিং স্টাফরা। সেখানে নেইমারের
শুশ্রূষাও চলে কিছুক্ষণ।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ব্রাজিলের
প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন।

posted from Bloggeroid

Monday, June 9, 2014

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে গ্রুপের শীর্ষে বসনিয়া!

স্পোর্টস ডেস্ক : বসনিয়ার বিশ্বকাপে খেলার
স্বপ্নপূরন হবে এটা তেমন করে কেউই ভাবেনি।
এই দলটির বিশ্বকাপে ওঠার
সম্ভাবনাকে কাগজে-কলমে উড়িয়েই
দেয়া হচ্ছিল। কিন্তু সমালোচকদের বুড়ো আঙুল
দেখিয়ে পুরো কোয়ালিফাইং পর্বে দশ ম্যাচ
জিতে গ্রুপের শীর্ষে থাকে বসনিয়া।
অনেকে বলছিলেন দক্ষিন-পূর্ব ইউরোপেরি এই
দেশটির বিশ্বকাপে যাওয়াটা অঘটন ছাড়া কিছুই
নয়। প্রাক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের পর অবশ্য
হাওয়া ঘুরেছে। যেখানে মেক্সিকো,
আইভরি কোস্টের মতো দলকে নাস্তানাবুদ
করে ছেড়েছে বসনিয়া। যারপরনাই
সমালোচকরা ভিন্ন সুর তুলেছেন।
সাম্বার দেশে এখন বিশ্বকাপের বড় চমক
ধরা হচ্ছে বসনিয়াকে। যাদের আক্রমনাত্মক ফুটবল
যে কোন দলের জন্য বিপদ ডেকে আনতে পারে।
বসনিয়ার কোচ সুসিচের কাছে তার দলের জয়ের
মেজাজে বিশ্বকাপ শুরুর কারণ, প্রতিটা ফুটবলারের
সংঘবদ্ধতা। তারা দেখিয়েছে, একজোট
হয়ে খেলতে পারলে যে কোন দলের বিপক্ষে জয়
ছিনিয়ে আনা সম্ভব।
সুসিচ বলেন, “আমি কাউকে ছোট করে দেখছিনা।
সবাই আমার কাছে এক। এরা সবাই বসনিয়ান।”
তিনি আরো বলেন, “বিশ্বকাপে খেলার
যোগ্যতা অর্জন পর্বে শুধু প্রতিপক্ষের বিপক্ষেই
নয়, দেশের রাজনৈতিক সমস্যার সঙ্গেও লড়াই
করতে হয়েছে আমার দলকে। কিছুদিন আগ পর্যন্ত
সাসপেন্ড ছিল বসনিয়ার ফুটবল ফেডারেশন।”
বসনিয়ার কোচ বলেন, বসনিয়ায় তিনজন
প্রেসিডেন্ট। একজন সার্ব, আরেকজন ক্রোট
এবং অন্যজন বসনিয়ান। তাই ফুটবল দলেও সবার
রাজনৈতিক মতাদর্শ আলাদা। একে অপরের
সঙ্গে যেন দ্বন্দ্বে জড়িয়ে না পড়েন সেই
পরিস্থিতিও সামলাতে হয়েছে। কাজটা সহজ
ছিলনা। কিন্তু আমরা পেরেছি।”
কোচের মতোই আত্মবিশ্বাসী বসনিয়া দলের অন্যতম
খেলোয়ার ম্যানচেষ্টার সিটির জেকো।
তিনি বলেন, “বিশ্বকাপে ভালো করার জন্য
আমরা তৈরি।”
বসনিয়ার জনসংখ্যা সর্বসাকুল্যে চল্লিশ লাখ।
নিজেদের অভিষেক ম্যাচেই
অপেক্ষা করছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
তবে অসীম প্রতিকূলতার মাঝেও ‘রূপকথার গল্প’
তৈরি করতে কোমর বাঁধছে বসনিয়া-
হার্জেগোভিনা। এবার দেখার পালা বসনিয়ার এই
রূপকথার গল্প কত দূর এগোয়!


Posted via BN24Hour

ফ্রান্সের ৮-০ গোলের জয়

তা একটু হলেও কেটে গেলো এই বড় জয়ে।
ম্যাচে দুটি করে গোল করেছেন করিম বেনজেমা ও
ব্লেইজে মাতুদি। একটি করে গোল করেছেন চারজন।
রিবেরি না থাকায় ফ্রান্সের মূল
শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন করিম বেনজেমা,
মাতুদি ও গ্রেইজম্যান। ফ্রান্স কোচ দিদিয়ের দেশামের
আনন্দের বিষয় হলো এই তিনজনই জ্বলে উঠেছেন এই
ম্যাচে।
ইয়োহান ক্যাবে ও ওলিভার জিরাডও গোল পেয়েছেন এ
ম্যাচে। চূড়ান্ত প্রস্তুতি ম্যাচটা তাই ভালোই
কেটেছে ফ্রান্সের।
ম্যাচের শুরুতে একবারের জন্যও মনে হয়নি কতোটা ভয়ানক
পরিস্থিতি অপেক্ষা করছে জ্যামাইকার জন্য। শুরুর
দিকে তারা ফ্রান্সের সাথে টক্কর দিয়েই খেলছিলো।
কিন্তু প্রথম গোল হজম করার পর আর
ম্যাচে ফিরতে পারেনি তারা।
প্রথম গোলটিই যে জ্যামাইকার শক্তি চূর্ণ করে দিয়েছে,
তা বোঝা গেছে একটু পরেই। একের পর এক গোল শুধু হজম
করেই গেছে তারা। ফলে তাদের দৃঢ় শুরু
মিলিয়ে যেতে সময় লাগেনি।

posted from Bloggeroid

শতভাগ প্রস্তুত নয় ব্রাজিল: ফ্রেড

ঢাকা: ব্রাজিল দলের বিশ্বকাপ প্রস্তুতি এখনও
সম্পূর্ণ হয়নি বলে মনে করেন সেলেকাও স্ট্রাইকার
ফ্রেড। তিনি জানিয়েছেন, ক্রোয়েশিয়ার
বিপক্ষে প্রথম ম্যাচকে কেন্দ্র
করে সেলেকাওরা কঠোর পরিশ্রম করছে।
দলের খেলোয়াড়রা তাদের সম্ভাবনার চূড়ান্ত
পর্যায়ে এখনও পৌঁছায়নি এবং নিজেদের
দুর্বলতা কাটিয়ে উঠতে প্রস্তুতি ক্যাম্পে ঘাম
ঝরাচ্ছেন বলেও আন্তর্জাতিক
সংবাদমাধ্যমকে জানান ফ্রেড।
শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়নি স্বীকার করেও
সমর্থকদের একই সঙ্গে আশ্বাস দিয়েছেন ফ্রেড।
বিশ্বকাপের আগেই খেলোয়াড়েরা টেকনিক্যালি ও
ট্যাকটিক্যালি শতভাগ প্রস্তুতি সম্পন্ন
করে ফেলবে এবং টুর্নামেন্ট চলাকালেও
প্রতিটি ম্যাচে উত্তরোত্তর
উন্নতি করতে থাকবে বলেও আশ্বাস দেন ফ্রেড।
সার্বিয়ার বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ৩০
বছর বয়সী ফ্লুমেন্সের এই স্ট্রাইকার ফ্রেডের
একমাত্র গোলেই জয় পায় ব্রাজিল। আর অল্প
ব্যবধানের এ জয়ে মোটেই সন্তুষ্ট নয় ব্রাজিল
সমর্থকরা।
দুদিন পরেই শুরু হতে যাওয়া বিশ্বকাপে লুইজ
ফেলিপে স্কোলারির দল ঘরের মাঠে সমর্থকদের
ভীষণ চাপে থাকবে। যদিও বিশ্বকাপের পূর্বের এক
বছরজুড়ে তাদের পারফরম্যান্স সমর্থকদের যথেষ্ট
আশা জুগিয়েছে। ইতোমধ্যেই কনফেডারেশন
কাপে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জয়ের
সম্ভাবনায় বারুদ দিয়েছে স্কোলারির শিষ্যরা।
বিশ্বকাপের এ গ্রুপে ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়া,
ক্যামেরুন ও মেক্সিকোর বিপক্ষে। ১২ জুন ব্রাজিল
ও ক্রোয়েশিয়ার উদ্বোধনী খেলা দিয়ে শুরু
হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে ১৩ জুলাই।

posted from Bloggeroid

Saturday, June 7, 2014

ব্রাজিলকে ফেবারিট মানেন না রিভালদো

ব্রাজিল বিশ্বকাপ
বিশ্বকাপের উন্মাদনা যত বাড়ছে, হাহাকারও
ততই গাঢ় হচ্ছে। স্বপ্নভঙ্গের মিছিলে যোগ
হচ্ছে একের পর এক বড় নাম।
রিকার্ডো মন্তোলিভো, রাদামেল ফ্যালকাও,
ফ্রাঙ্ক রিবেরিদের পথ ধরে পরশু স্বপ্নভঙ্গ
হলো মার্কো রয়েস, রোমান শিরোকভদের।
শঙ্কা আছে আরও বড় নাম নিয়ে।
ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ,
ফিলিপ লাম, ম্যানুয়েল নয়্যার, বাস্তিয়ান
শোয়েনস্টেইগারদের নিয়ে অনিশ্চয়তার মেঘ
কাটছেই না। সেদিক থেকে লুইস
ফেলিপে স্কলারি মহাভাগ্যবান। কারও
ছিটকে পড়ার আশঙ্কা দূরের কথা, ব্রাজিল
দলে সামান্য চোটশঙ্কার আভাসই নেই। নির্ভার
স্কলারির দল এখন ১২ জুনের উদ্বোধনী ম্যাচের
অপেক্ষায়। সেই রোমাঞ্চকর অপেক্ষার
মধ্যে রিভালদো দেশবাসীকে শোনালেন
হতাশার বাণী!
পুরো ব্রাজিলই শিরোপাস্বপ্নে বিভোর। অথচ
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক
বললেন, ব্রাজিল ফেবারিটদের তালিকাতেই নেই!
২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে এই স্কলারির
অধীনেই শিরোপা জিতেছিলেন রিভালদোরা।
কোচ স্কলারি পরে বলেছিলেন,
টুর্নামেন্টে রিভালদোই ছিলেন তাঁর
সেরা খেলোয়াড়। সেই রিভালদোর মতো একজন
যখন নিজেদের দলকে শিরোপা-সম্ভাবনায়
পিছিয়ে রাখেন, তা আলাদা তাৎপর্যই বহন করে।
সঙ্গে ওই প্রশ্নটাও ওঠে, তাহলে ফেবারিট কে?
ব্রাজিলের হয়ে ৭৪ ম্যাচে ৩৪ গোল করা সাবেক
মিডফিল্ডারের এই প্রশ্নের উত্তরও
ব্রাজিলিয়ানদের হতাশা বাড়িয়ে দেবে! বর্তমান
চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে তিনি যে জুড়ে দিচ্ছেন
‘চিরশত্রু’ আর্জেন্টিনার নাম। ‘এ মুহূর্তে স্পেন ও
আর্জেন্টিনাই সবচেয়ে শক্তিশালী দুই দল’—
বলেছেন ৪২ বছর বয়সী ব্রাজিলিয়ান। তার
মানে কিন্তু এই নয় যে, রিভালদো স্কলারির
দলের কোনো সম্ভাবনাই দেখছেন না । এ পর্যন্ত
বিশ্বকাপ জেতা ৮টি দেশই অংশ নিচ্ছে এবার।
রিভালদো সুযোগ দেখছেন তাদের সবারই,
‘আমরা জানি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ৮টি দলই
টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বিশ্বকাপ জয়ের
অভিজ্ঞতা থাকায় সব দলের প্রতিই আমার
শ্রদ্ধা রয়েছে। পর্তুগালেরও সামর্থ্য
আছে চমকে দেওয়ার।’
তা নিজেদের সম্ভাবনা কতটুকু দেখছেন? এমন
প্রশ্নে রিভালদো যেন নিলেন কোচের ভূমিকা!
কোচদের মতো করেই ১২ জুন ক্রোয়েশিয়ার
বিপক্ষে উদ্বোধনী ম্যাচটার
দিকে তাকিয়ে আছেন তিনি,
‘আমি মনে করি ব্রাজিল দারুণ করবে।
আমি জানি প্রথম ম্যাচের আগে চাপ থাকবে। তাই
শ্রদ্ধার সঙ্গেই বলছি,
আমি আত্মবিশ্বাসী আমরা ভালো একটা ম্যাচ
খেলব এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু
করতে পারব৷’


Posted via BN24Hour

বিশ্বকাপ খেলার আগে অবাধ শারীরিক সম্পর্ক নিয়ে যত আলোচনা-সমালোচনা

তবে অনেকেই বলছেন
এটা ‘অমানবিক’
ঢাকা: চলতি মাসের ১২ তারিখ
থেকে শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর
বিশ্বকাপ ফুটবল ২০১৪। লাতিন আমেরিকার
দেশ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ
নিয়ে গোটা বিশ্বে জল্পনা কল্পনার শেষ
নেই। যতই বিশ্বকাপের দিন এগুচ্ছে ততই
খেলোয়াড়দের নিয়ে তৈরি হচ্ছে একের পর এক
গুঞ্জন। আর এবারের গুঞ্জন
ব্রাজিলে খেলতে আসা ৩২টি দেশের
খেলোয়াড়দের খেলা পূর্ববর্তী সেক্স নিয়ে।
মেক্সিকো এবং ব্রাজিলের কোচেরা ইতোমধ্যেই
খেলোয়াড়দের খেলা চলাকালীন দিনগুলোর
মধ্যে সেক্স না করার নির্দেশ দিয়েছে। আর এই
দুই দেশের
দেখাদেখি বসনিয়া এবং হার্জেগোভিনা তাদের
খেলায়াড়দের সাফ
জানিয়ে দিয়েছে যে ব্রাজিলে তাদের
নারী সঙ্গীদের কোনো জায়গা হবে না।
তবে ব্রজিল-মেক্সিকো কিংবা বসনিয়ার
মতো যুক্তরাষ্ট্রের ফুটবল কোচ অবশ্য
অতটা রূঢ় নন। যুক্তরাষ্ট্রের
খেলোয়াড়রা ইচ্ছে করলে তাদের
পরিবারকে নিয়ে আসতে পারবে এবং যেখfনে ইচ্ছে সেখানে যেতেও
পারবে।
বিশ্বকাপে খেলোয়াড়দের যৌনজীবন কেমন
হবে এই বিষয়ে অনেক এগিয়ে ছিল ইংল্যান্ড।
২০০৬ সালে ইংল্যান্ডের
তারকা বেকহ্যাম তার
স্ত্রীকে নিয়ে আসতে পারলেও ২০১০ সালের
বিশ্বকাপে ফ্যাবিও কাপেলোর কড়া নির্দেশ
ছিল যৌন সংসর্গের ব্যাপারে।
তবে মজার কথা হলো, প্রতি বিশ্বকাপের
সময়ই খেলোয়াড়দের যৌন জীবন
বিষয়টি আলোচনায় আসে। এবারের বিশ্বকাপেও
তার ব্যাতিক্রম হয়নি। আন্তর্জাতিক
গণমাধ্যম অ্যাসোসিয়েটড প্রেস ইতোমধ্যেই এই
বিষয়ে একটি বিশদ প্রতিবেদন তৈরি করে ফেলেছে।
ম্যাচের আগে সেক্স ভালো না মন্দ
তা নিয়ে নানান তর্ক বিতর্কের খোড়াক
তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে।
মেক্সিকোর কোচ হেরেরা এক
সাক্ষাৎকারে বলেন, তার
প্লেয়াররা বিশ্বকাপ চলাকালীন যৌন
সম্ভোগ থেকে বিরত
থাকবে বলে তিনি আশা করেন।
সঙ্গে সঙ্গে মেক্সিকোর গণমাধ্যমে বিতর্ক শুরু
হয়ে যায়,
এমনকি হেরেরা ব্যাখ্যা দিতে বাধ্য হন যে,
তিনি পুরোপুরি সেক্স বর্জন করার
কথা বলছিলেন না, শুধু প্লেয়ারদের একটু
সংযত হতে বলছিলেন। তবে কম যান
না ব্রাজিলের কোচ লুইস ফিলিপ স্কলারি।
খেলোয়াড়দের শোবার ঘরে ‘অ্যাক্রোব্যাটিক্স’
মানে কসরত করা থেকে বিরত থাকতে বলেছেন।
আজ থেকে প্রায় দুই হাজার বছর
আগে প্রাচীন গ্রিকদের ধারণা ছিল,
মল্লযোদ্ধারা ব্রহ্মচর্য পালন
করলে তাদের আগ্রাসী মনোভাব বজায়
থাকে। শুধু তাই নয় শিল্পকলার
ক্ষেত্রে ইতালির ভাষ্কর মাইকেল আঞ্জেলোর
ধারণাও ছিল তাই, নারীদের
সঙ্গে সহবাস করলে শিল্পসৃষ্টিতে পুরো উদ্যম
ও শক্তি নিয়োগ করা যায় না।
ফুটবল বিষয়ক লেখক হান্টার ডেভিস অবশ্য
মনে করেন, ফুটবল খেলার মধ্যভাগে সেক্স
করা খুবই ভালো। যেমনটা জর্জ খেলার
মধ্যবিরতিতে সেক্স করেছিল বলেই ওইরকম
একটা দুর্দান্ত কর্নার করতে পেরেছিল।
সেক্স কোনো ক্ষতি করে বলে তিনি মনে করেন না।


Posted via BN24Hour