Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, July 19, 2014

কলকাতার পরিবহণ ব্যবস্থা ১০ টাকা খরচে আকাশ পথেই অফিস যাত্রা!

নিউজ ডেস্ক : অফিসে যাওয়ার সময় এমনিতেই
তাড়াহুড়া থাকে সবার, তারমধ্যে আবার ট্রেন
লেইট। কর্মব্যস্ত মানুষদের যেন এটি নিয়মিত
সমস্যা। তবে এখন আর চিন্তা নেই।
ঝুলতে ঝুলতে মাত্র ১৫ মিনিটে পৌছে যাবেন
অফিসে!শুনে অবাক লাগছে? অবাক হওয়ারই কথা।
তবে এটা সত্যি, খুব শীঘ্রই
বদলে যাচ্ছে কলকাতার পরিবহণ ব্যবস্থা।
সরকারি অনুমোদন পেলে এক বছরের মধ্যেই
আপনি আকাশ পথে ঝুলতে ঝুলতে সোজা পৌঁছে যাবেন
শিয়ালদহ থেকে অফিস পাড়ায়। কনভেয়ার অ্যান্ড
রোপওয়ে সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে এক
বেসরকারি সংস্থা শহরের মাথায় নন লিনিয়র
রোপওয়ে সার্ভিস চালু করতে প্রস্তাব
পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে।
কলকাতার রাস্তার যানজট এড়াতে বিগত বাম
সরকার একগুচ্ছ ফ্লাইওভার করার
পরিকল্পনা নিয়েছিল। তবে এই সব কিছুর
মধ্যে কনভেয়ার অ্যান্ড রোপওয়ে সার্ভিস
প্রাইভেট লিমিটেড শহরের রাজপথে জনসাধারণের
জন্য রোপওয়ে যোগাযোগ ব্যবস্থা শুরু করতে চাইছে।
কার্ভ
নামের
এই
রোপওয়ের
সঙ্গে অন্যান্য
রোপওয়ের
পার্থক্য
এখানেই
যে এটি নন
লিনিয়ার।
অর্থাৎ
প্রত্যেকটি মোড়
ঘুরে রোপওয়ে চলবে।
যানজট
উপেক্ষা করেই বিনা বাধায়
গন্তব্যস্থলে যেতে খরচ হবে মাত্র ১০টাকা।
সংস্থার দাবি, এই ধরনের রোপওয়ে ভারতে প্রথম।
শিয়ালদহ থেকে জিপিও অবধি তিন কিলোমিটার
পথে রোপওয়ে চালাতে চায় সিআরএস। কিন্তু রাজ্য
সরকারের নগরোন্নয়ন দফতর
সে বিষয়ে আলোচনা করলেও এখনও মেলেনি কোনও
ছাড়পত্র।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শেখর
চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা আশাবাদী যে এই
বিষয়ে সরকারের কাছ থেকে মিলবে ছাড়পত্র।
যদিও সংস্থাটি এখনও প্রকল্পের বিস্তারিত
রূপরেখা পেশ করে উঠতে পারেনি সরকারের কাছে।
পরিকল্পনাটি বাস্তবায়িত করতে হলে মোট খরচ
হবে ৪৫ থেকে ৫০ কোটি টাকা।

posted from Bloggeroid

No comments: