Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label heath tips. Show all posts
Showing posts with label heath tips. Show all posts

Thursday, June 19, 2014

লেবু দিয়ে শরীরের কালো দাগ দূর করুণ

সৌন্দর্যচর্চার খাতিরে না জানি কত অর্থই ব্যয়
করছেন আপনি, তাই না? আজ পার্লারে তো কাল
কসমেটিক সার্জারি সেন্টারে। কিন্তু জানেন
কি, সঠিক পদ্ধতি জানা থাকলে আপনি নিজেই
সমাধান করে ফেলতে পারবেন সকল সৌন্দর্য
সমস্যা? যেমন লেবুর কথাই ধরুন। এই এক লেবু
দিয়ে শরীরের কালো দাগ দূর থেকে থেকে শুরু
করে ব্রণ কমানো কিংবা বলিরেখা নিয়ন্ত্রণ
করা, সবই সম্ভব। কীভাবে ব্যবহার করবেন?
আসুন জেনে নেই।
১) লেবুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল
এবং অ্যান্টি-ভাইরাল উপাদান দেহের রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোদে পোড়া ত্বক ঠিক
করতে লেবু কার্যকর।
২) লেবুতে থাকা বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট
ত্বকের ভাঁজ ও দাগ দূর করে।
লেবুতে থাকা ভিটামিন-সি ব্রণ
বা অ্যাকনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে।
৩) অ্যারোমাথেরাপির ক্ষেত্রেও লেবু গুরুত্বপূর্ণ
উপাদান। বয়সজনিত মুখের দাগ সারাতে লেবুর
রস কার্যকর। লেবুর রস ব্যবহারে মুখের ব্রণও
দ্রুত কমে।
৪) হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালির
ময়লা দূর করতে লেবু কার্যকর। হাত ও পায়ের
রুক্ষভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চালের
গুড়ো মিশিয়ে হাত পায়ে লাগান।
৫) ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সমপরিমাণ
শসার রস ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ
তৈরি করে তুলার সাহায্যে মুখে লাগান। ত্বকের
তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক সতেজ হবে।
মিশ্রণটি মুখে লাগানোর
সঙ্গে সঙ্গে যদি জ্বলে, তবে দ্রুত ধুয়ে ফেলুন।
সে ক্ষেত্রে লেবু ত্বককে অতিরিক্ত শুষ্ক
করে ফেলতে পারে।
৬) ত্বকের অতিরিক্ত তেল দূর করার
ক্ষেত্রে লেবুর রস ও দুধের মিশ্রণও বেশ
কার্যকর। একটি বড় লেবুর অর্ধেক অংশ
কেটে তার রস বের করে নিন। এবার তার
সঙ্গে ১০ টেবিল চামচ তরল দুধ
ভালোভাবে মিশিয়ে নিন।
ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করুন, ১৫-২০
মিনিট পর ধুয়ে ফেলুন। লেবু ত্বকের তেল দূর
করে আর দুধ ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে।
এই মিশ্রণটি চোখের
চারপাশে সাবধানে লাগাতে হবে।
৭) একটি ডিমের সাদা অংশের
সঙ্গে অর্ধেকটা লেবুর রস ও এক টেবিল চামচ
কমলালেবুর রস কুসুম গরম পানি দিয়ে পেস্টের
মতো করে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট
রাখুন। শুকিয়ে যাওয়ার পর
ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। ত্বকের তৈলাক্ত
ভাব দূর করার পাশাপাশি উজ্জ্বলতা বাড়ায়।
৮) একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে রস বের
করে নিন। তাতে ২ টেবিল চামচ মধু
মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন
১৫ মিনিট। ত্বকে টান টান ভাব
হলে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। মধু ত্বক
উজ্জ্বল করবে। লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুণ
ত্বককে আরো ফর্সা করবে।

posted from Bloggeroid