Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, June 1, 2014

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

নোয়াখালী: দক্ষিণ আফ্রিকার হাউথটন
এস্টেটে শহরে চাঁদা না দেওয়ায় রহমত উল্যাহ
(৩৩) নামে এক
বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই
বাংলাদেশির মৃত্যু হয়।
এর আগে শনিবার রাতে নিজ
ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা রহমত
উল্যাহকে গুলি করে পালিয়ে যায়। নিহত রহমত
উল্যাহর গ্রামের বাড়ি নোয়াখালীর করিবহাট
উপজেলায়।
দক্ষিণ আফ্রিকার একটি সূত্র রোববার রাত ৯টার
দিকে বিষয়টি নিশ্চিত করেছে।


Posted via Blogaway

No comments: