বিনোদন ডেস্ক : ২৩ জুন মধ্যরাতে শুরু
হচ্ছে ব্রাজিল বনাম ক্যামেরুনের মধ্যকার
খেলা। ব্রাজিলে অনুষ্ঠিত এই
বিশ্বকাপকে ঘিরে এ দেশের বিনোদন অঙ্গনের
তারকারা রীতিমতো জ্বরে কাবু! অভিনেত্রী-
সংগীতশিল্পীদের পাশাপাশি র্যাম্প মডেলরাও
সেই উন্মাদনায় ভাসছেন। প্রিয় দলকে সমর্থন
জানাতে জার্সি ও পতাকা পরে উচ্ছ্বাস প্রকাশ
করছেন তারা।
র্যাম্প মডেল আফরিনা তৃণ প্রিয় দল ব্রাজিলের
পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলেছেন। এটি ব্যবহার
করা হয়েছে তার ফেসবুক পেজের প্রোফাইল
ছবি হিসেবে।
এ বিষয়ে তৃণ বলেন, ‘আমি অনেক আগে থেকেই
ব্রাজিলের সমর্থক। এখন এই দলের
প্রাণভোমরা নেইমার আমার প্রিয় খেলোয়াড়।
মাঠে তার দুর্দান্ত
খেলা দেখলে ইচ্ছে করে নেইমারকে নিয়ে হারিয়ে যাই
অজানায়!’
তৃণ দীর্ঘদিন ধরে র্যাম্প মডেল হিসেবে কাজ
করছেন। সম্প্রতি রাজধানীর হোটেল
র্যাডিসনে বলিউড অভিনেত্রী সোহা আলী খানের
সঙ্গে ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’
শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেন তৃণ।
বাহারি পোশাক পরে নিয়মিত মঞ্চে হাঁটার
পাশাপাশি তৃণ অভিনয়ও করছেন।
এনটিভিতে শিগগিরই শুরু হবে তার অভিনীত প্রথম
ধারাবাহিক নাটক ‘চলো হারিয়ে যাই’।
এটি লিখেছেন ও পরিচালনা করেছেন সাইফুল
ইসলাম মান্নু।
Posted via BN24Hour
No comments:
Post a Comment