Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, June 22, 2014

লোকে যা ভাবে, আমি তা নই : সানি লিওন

বিনোদন ডেস্ক : সানি লিওন বলতেই
অনেকে বোঝেন পর্ণস্টার। যে কিনা চারপাশের
মানুষগুলোর যৌন ক্ষুধা বাড়াতে সাহায্য করে।
কিন্তু পর্নোস্টারের বাইরেও যে তার
একটা পরিচয় আছে তা অনেকেই জানে না। তাই
অনেকটা আক্ষেপ করে সানি লিওন বলেন,
‘লোকে যা ভাবে আমি তা নই’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওন জানান,
পারফর্মার কখনও নিজের পরিচয় তৈরি করে না।
বরং অন্যরা এটা তৈরি করে দেয়। তাই
ইচ্ছা থাকলেও এখান থেকে বের হওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত পর্নোস্টার
সানি লিওন বলিউডে পা রাখেন তেত্রিশ বছর
বয়সে। এ রকম বয়সে বলিউডে ক্যারিয়ার শুরু
করাটাই একটা চ্যালেঞ্জ। যদিও সেই চ্যালেঞ্জ
ভালোভাবেই পার করেছেন তিনি।

posted from Bloggeroid

No comments: