অবশেষে বাংলাদেশে কলকাতার টিভি চ্যানেল
জি বাংলা ও স্টার জলসা বন্ধ হতে যাচ্ছে।
তথ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশ না করার
শর্তে একটি সূত্র
জানিয়েছে বাংলাদেশে আগামী ৬ই আগস্ট
থেকে জি বাংলা এবং স্টার
জলসা টিভি চ্যানেল বন্ধ
হতে যাচ্ছে এবং স্টার প্লাস টিভির সম্প্রচার
ও বন্ধ হতে পারে।
তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল
কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত
করতে পারেননি।
স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত
টিভি সিরিয়াল নিয়ে সামাজিভাবে ব্যপক
বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ
করে পাখি ড্রেস নিয়ে বিবাহবিচ্ছেদ,
আত্মহত্যার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু
হয়। এই পাখি ড্রেসের জনপ্রিয়তা ও প্রচার
হয়েছে স্টার জলসার সিরিয়ালের মধ্য দিয়ে।
সমাজে এসব নেতিবাচক কর্মকাণ্ডের
কারণে অনেকেই এই সিরিয়ালের প্রতি আসক্ত
হয়ে পড়াকে দায়ী করছেন। আর এজন্য অনেকে এই
চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধেরও
দাবি জানিয়ে আসছিলেন।
জি বাংলা ও স্টার জলসা বন্ধ হতে যাচ্ছে।
তথ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশ না করার
শর্তে একটি সূত্র
জানিয়েছে বাংলাদেশে আগামী ৬ই আগস্ট
থেকে জি বাংলা এবং স্টার
জলসা টিভি চ্যানেল বন্ধ
হতে যাচ্ছে এবং স্টার প্লাস টিভির সম্প্রচার
ও বন্ধ হতে পারে।
তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল
কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত
করতে পারেননি।
স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত
টিভি সিরিয়াল নিয়ে সামাজিভাবে ব্যপক
বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ
করে পাখি ড্রেস নিয়ে বিবাহবিচ্ছেদ,
আত্মহত্যার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু
হয়। এই পাখি ড্রেসের জনপ্রিয়তা ও প্রচার
হয়েছে স্টার জলসার সিরিয়ালের মধ্য দিয়ে।
সমাজে এসব নেতিবাচক কর্মকাণ্ডের
কারণে অনেকেই এই সিরিয়ালের প্রতি আসক্ত
হয়ে পড়াকে দায়ী করছেন। আর এজন্য অনেকে এই
চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধেরও
দাবি জানিয়ে আসছিলেন।
posted from Bloggeroid
No comments:
Post a Comment