Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, August 27, 2014

শাকিবের বিপরিতে নায়িকা হচ্ছেন পড়শী!

দুই মেরুর দুই জন। একজন নামকরা নায়ক আর অপর
জন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী। শাকিব
খান আর পড়শী। অনেকেই খবর শুনে খুশি হবেন।
কারণ পড়শী ভক্তরা গানের সঙ্গে এবার
নায়িকার চরিত্রে পড়শীকে দেখতে বেশ
মজা পাবেন।
দুই ভুবনের দুই বাসিন্দা শাকিব খান ও
পড়শী এবার বাঁধা পড়ছেন একই চলচ্চিত্রে।
‘মেন্টাল’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের
জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব ও পড়শী।
তারা ওই ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায়
অবতীর্ণ হবেন। ছবিটি পরিচালনা করবেন
শামীম আহমেদ।
পড়শী প্রসঙ্গে শাকিব খান বলেছেন, ‘পড়শীর
কয়েকটি মিউজিক ভিডিও আমার দেখা। মিউজিক
ভিডিওতে ওর পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে।
আমার মনে হয়, সে যদি সিনেমায় নিয়মিত হয়,
তাহলে বেশ ভালো করবে।’
অপরদিকে পড়শীও শাকিব বলতে পাগল। শাকিব
সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পড়শী বলেছেন,
‘শাকিব খান আমার খুব পছন্দের নায়ক। ওনার
অনেকগুলো ছবি আমি দেখেছি। ওনার সঙ্গে কাজ
করতে যাচ্ছি ভেবে খুব ভালো লাগছে। এক
অন্যরকম অনুভূতি।’
পরিচালক শামীম আহমেদ সংবাদ
মাধ্যমকে জানিয়েছেন, ‘মেন্টাল’
ছবিতে পড়শী অভিনয় করবেন একজন জনপ্রিয়
সংগীতশিল্পীর চরিত্রে।
ছবিতে তাকে দেখা যাবে শাকিব খান তাঁর
ভক্ত!’ পরিচালক জানিয়েছেন, ‘মেন্টাল’
ছবিতে পড়শী ছাড়াও আরও দুজন নায়িকা থাকবে।
আগামী নভেম্বরে ‘মেন্টাল’ ছবির কাজ শুরু
করা হবে বলে জানিয়েছেন এর পরিচালক শামীম
আহমেদ।
এখন দেখা যাক পড়শী গান
থেকে চলচ্চিত্রে এসে কতখানি সফল হবেন।

posted from Bloggeroid

No comments: