Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, August 28, 2014

স্বামী-স্ত্রী এখন ভাই বোনে !

বিনোদন ডেস্ক : ব্যক্তি জীবনে মোশাররফ করিম এবং জুঁই
স্বামী-স্ত্রী। বর্তমানে দু’জনই অভিনয় করছেন সমান তালে।
একই নাটকে নানা সময় অভিনয় করেছেন তারা। এবার
তারা ভাই বোনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
‘সিকান্দার বক্স এবার বান্দরবানে’ নাটকে এ
চরিত্রে দেখা যাবে তাদের। মোশাররফ করিম বলেন, ‘অভিনয়
তো অভিনয়। এখানে ব্যক্তি সম্পর্ক কোন বিষয় না। একজন
শিল্পীর কাছে সব ধরণের চরিত্রই সমান গুরুত্বের।’
সাগর জাহানের রচনা ও পরিচালনায় জনপ্রিয় এই সিরিজ
নাটকে আরো অভিনয় করবেন শখ, সালাউদ্দিন লাভলু, সাজু
খাদেম প্রমুখ। ১১ সেপ্টেম্বর থেকে বান্দরবানে নাটকটির
শুটিং শুরু হবে বলে বাংলামেইলকে জানান নাটকটির নির্মাতা।
এর আগে সিকান্দার বক্স সিরিজের ‘সিকান্দার বক্স এখন
অনেক বড়’, ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’, ‘সিকান্দার
বক্স এখন পাগলপ্রায়’, ‘সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি’
নাটকগুলো নির্মাণ হয়েছে।
আসছে কোরবানি ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচারের
কথা রয়েছে।

posted from Bloggeroid

No comments: