ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে মস্তফাপুর এলাকায়
পল্লিবিদুৎতের পাওয়ারহাউজের সামনে যাত্রীবাহী বাস
খাদে পড়ে ১জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। এ ঘটনায়
নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে ফয়সাল
নামে একটি লোকাল বাস ভূরঘাটার উদ্যেশে ছেড়ে আসে।
সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুরের মাস্তফাপুর এলাকায়
পল্লিবিদুৎতের পাওয়ারহাউজের সামনে বাসের চালক
নিয়ন্ত্রন হারালে বাসটি খাদে পরে পাশের একটি ডোবায়
পরে যায়। এ সময় ৬০ জনেরও বেশী যাত্রী আহত হয়।
পানিতে বাসটি পরে যাওয়ায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয়রা আতদের উদ্ধার করে মাদারীপুর সদর
হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় একজন
মারা যায়। নিহত জাহাঙ্গির হাওলাদার (৪০) সে ফয়সাল
লোকাল পরিবহনের সুপারভাইজার তার বাড়ী মাদারীপুর সদরের
বাজিতপুর এলাকায় । স্থানীয় সুত্রে আরও জানা যায় নিহত
ব্যাক্তি গাড়ির মালিক মোঃ হামেদ হাওলাদারের মেজ মেয়ের
জামাই(স্বামী)।
এদিকে মাদারীপুর পুলিশ প্রশাসন, দমকল বাহিনী ও
স্থানীয়রা রশি বেঁধে দুর্ঘটনা কবলিত বাসটি পাড়ে তোলার
চেষ্টা করছে এবং কয়েকবার রশি ছিড়ে যাওয়ায় প্রায়
৩ঘন্টা চেস্টা চালিয়ে বাসটি পাড়ে তুলতে পেরেছে কিন্তু
বাসটি নিচে বা তার ভিতরে কোন যাত্রীকে পাওয়া যায়নী ।
পল্লিবিদুৎতের পাওয়ারহাউজের সামনে যাত্রীবাহী বাস
খাদে পড়ে ১জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। এ ঘটনায়
নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে ফয়সাল
নামে একটি লোকাল বাস ভূরঘাটার উদ্যেশে ছেড়ে আসে।
সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুরের মাস্তফাপুর এলাকায়
পল্লিবিদুৎতের পাওয়ারহাউজের সামনে বাসের চালক
নিয়ন্ত্রন হারালে বাসটি খাদে পরে পাশের একটি ডোবায়
পরে যায়। এ সময় ৬০ জনেরও বেশী যাত্রী আহত হয়।
পানিতে বাসটি পরে যাওয়ায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয়রা আতদের উদ্ধার করে মাদারীপুর সদর
হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় একজন
মারা যায়। নিহত জাহাঙ্গির হাওলাদার (৪০) সে ফয়সাল
লোকাল পরিবহনের সুপারভাইজার তার বাড়ী মাদারীপুর সদরের
বাজিতপুর এলাকায় । স্থানীয় সুত্রে আরও জানা যায় নিহত
ব্যাক্তি গাড়ির মালিক মোঃ হামেদ হাওলাদারের মেজ মেয়ের
জামাই(স্বামী)।
এদিকে মাদারীপুর পুলিশ প্রশাসন, দমকল বাহিনী ও
স্থানীয়রা রশি বেঁধে দুর্ঘটনা কবলিত বাসটি পাড়ে তোলার
চেষ্টা করছে এবং কয়েকবার রশি ছিড়ে যাওয়ায় প্রায়
৩ঘন্টা চেস্টা চালিয়ে বাসটি পাড়ে তুলতে পেরেছে কিন্তু
বাসটি নিচে বা তার ভিতরে কোন যাত্রীকে পাওয়া যায়নী ।
posted from Bloggeroid
No comments:
Post a Comment