Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, September 6, 2014

শাহরুখ-শাহিদের ভিন্ন ছবির দুই গানের জনপ্রিয়তা তুঙ্গে

বিনোদন : ২০১৪-র
অক্টোবরে মুক্তি পাচ্ছে বলিউডের দীর্ঘ
প্রতিক্ষীত দুটি মুভি৷ একদিকে শাহরুখ-দীপিকার
‘হ্যাপি নিউ ইয়ার’ ও অন্যদিকে ডেবিউ
জুটি শাহিদ-শ্রদ্ধা অভিনীত ‘হায়দার’৷
সম্প্রতি মুক্তি পেয়েছে এই দুটি ছবির সম্পূর্ণ
ভিন্নধারার একএকটি গান৷ একাধারে ‘হ্যাপি নিউ
ইয়ার’-র রক ‘ইন্ডিয়াওয়ালে’ ও
অন্যদিকে ‘হায়দার’-র স্যাড-রোমান্স ‘আও না’৷
মুক্তি পাওয়ার পর দুটি গানের জনপ্রিয়তাই এখন
তুঙ্গে৷
বলিউড ক্যালেনডারে এবছর দেওয়ালীর অনতম
সেরা আকর্ষণ ফারহা খান পরিচাললিত ‘হ্যপি নিউ
ইয়ার’৷ মুক্তি পেল সেই ছবির প্রথম গান
‘ইন্ডিয়াওয়ালে’৷ বিশাল দাদলানী, শঙ্কর
মহাদেবন, কেকে ও নীতি মোহনের
কন্ঠে গাওয়া এই গান
রীতিমতো সাড়া ফেলে দিয়েছে৷ ‘হ্যাপি নিউ
ইয়ার ছবির’ প্রথম গান ‘ইন্ডিয়াওয়ালে’-র
তালে শাহরুখ-দীপিকার ধুন্দুমার
নাচে একেবারে বাজিমাত হয়ে গেল দর্শকের হৃদয়৷
২০১৩-র বিগ হিট ‘চেন্নাই এক্সপ্রেসসের’
‘লুঙ্গি ডান্স’-র পর শাহরুখ-দীপিকা জুটির
আগামী ছবি হ্যাপি নিউ ইয়ারের প্রথম গানই
জনপ্রিয় হয়েছে দর্শক মহলে৷ ‘ইন্ডিয়াওয়ালে’
গানেটিতে মর্ডান নীল
লেহেঙ্গা চোলিতে দেখা গেল দীপিকাকে৷
নায়িকার ড্রেসের সঙ্গে মিল রেখে বাদশার
পোষাকেও রয়েছে নীলচে আভা৷ এই
গানে ট্রাডিশনাল ইসলামিক পোষাকে গানের
সঙ্গে তাল মিলিয়েছেন ছোটা বচ্চন ওরফে অভিষেক
বচ্চন৷ ছবির প্রথম গান হিসাবে মুক্তি পেলেও
সম্ভবত ছবির শেষে এক মঞ্চে ‘ইন্ডিয়াওয়ালে’
গানে নাচতে দেখা গোটা ‘হ্যাপি নিউ ইয়ার’
টিমকে৷
‘হ্যাপি নিউ ইয়ার’-র ‘ইন্ডিয়াওয়াল’-র পর এবার
আসা যাক চলতি বছরের আরেকটি প্রতিক্ষীত
মুভি ‘হায়দার’-র কথায়৷ ২ অক্টোবর অর্থাৎ
গান্ধী জয়ন্তীর দিন মুক্তি পাবে বিশাল ভরদ্বাজ
পরিচালিত ও শাহিদ-শ্রদ্ধা জুটির প্রথম
ছবি ‘হায়দার’৷ ছবির ট্রেলার জনপ্রিয় হওয়ার
পর ফেমাস হল বিশাল দাদলানীর গলায় ‘আও না’৷
এই গানের
মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে হায়দারের
জার্নিকে৷ গানটির শ্যুটিং হয়েছে ভূ-স্বর্গ
কাশ্মীরে৷ শাহিদের ‘শ্যডি লুকস’ এই
নিয়ে এসেছে এক অন্যমাত্রা৷- ওয়েবসাইট

posted from Bloggeroid

No comments: