Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, September 14, 2014

মগবাজার ট্রিপল মার্ডারের প্রধান আসামী সন্ত্রাসী কালা বাবু নিহত

স্টাফ রিপোর্টার,
Nb24h: রাজধানীতে ডিবি পুলিশের
সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে কালা বাবু নামের এক
সন্ত্রাসী । নিহত কালা বাবু মগবাজারের আলোচিত ট্রিপল
মার্ডারের প্রধান আসামী । সোমবার গভীর
রাতে কালা বাবুকে ধরতে ডিবি পুলিশ অভিযান
চালালে সংঘবদ্ধ সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালায়,
এসময় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয় । পরে পুলিশ
গুলি চালালে সন্ত্রাসী কালা বাবু গুলিবিদ্ধ হয়ে মারা যান
বলে জানা গেছে । ঘটনাস্থল থেকে পুলিশ কালা বাবুর দুই
সহযোগিকে গ্রেফতার করেছে।
রোববার গভীর রাতে রমনার থানার ওয়ারলেস
বেপারি গলিতে এ ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান
সময়ের কণ্ঠস্বরকে জানান, ছিনতাইয়ের প্রস্তুতির সময়
গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হন
কালা বাবু । পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে আসা হলে ভোর ৫টার দিকে জরুরি বিভাগের
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত
রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’
এ ঘটনায় ডিবির এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও
কনস্টেবল আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ
হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান মিজানুর রহমান
খান।

posted from Bloggeroid

No comments: