Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, September 3, 2014

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ বসতঘর পুড়ে ছাই, বিদ্যুৎ স্পর্শে ২ শ্রমিকের মৃত্য

(গাজীপুর)প্রতিনিধি:
শ্রীপুরের মাওনা উত্তরপাপড়া নয়নপুর এলাকায়
ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি টিনশেড বসত
ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বিদ্যুৎ
স্পর্শে স্থানীয় রিদিশা টেক্স কারখানা ২ শ্রমিক
নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যার পর এ
ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছিদ্দিক সরকারের
বাড়িতে বৈদ্যতিক শর্ট সার্কিট
থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের
মধ্যে আগুনের লেলিহান
পুরো বাাড়িতে ছড়িয়ে পড়ে। ৩০টি বসত ঘর
পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোতে বিভিন্ন কারখানার
শ্রমিকরা বসবাস করতো। খবর পেয়ে শ্রীপুর ফায়ার
সার্ভিসের একটি ইউনিট
ঘণ্টাখানে চেষ্টা করে আগুন
নিয়ন্ত্রনে আনে বলে জানান স্টেশন ইনচার্জ
তাশারফ হোসেন। স্থানীয় আ’লীগ নেতা আবুল কাশেম
জানান, ছিদ্দিকের বাড়িতে আগুন লাগার
খবরে নিজেদের ঘর রক্ষার জন্য
পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটে রিদিশা কারখানার
শ্রমিক আবুল খায়ের ও আব্দুস সামাদ আজাদ টিভিসহ
বৈদ্যতিক বিভিন্ন সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎ
স্পর্শে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়
নিহত শ্রমিক আব্দুস সামাদ আজাদ টাঙ্গাইলেল
সখীপুর উপজেলা ছলঙ্গা গ্রামের রইছ উদ্দিনের
ছেলে । আবুল খায়ের ভালুকা উপজেলার রাজৈয়
গ্রামের হামিদ মিস্ত্রীর ছেলে।

posted from Bloggeroid

No comments: