Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, September 7, 2014

শুটিং থেকে মৌসুমীর ফোন চুরি

বিনোদন ডেস্ক : শুটিং স্পট থেকে প্রায়ই
কারো না কারো মোবাইল ফোন, নগদ
টাকা চুরি হয়ে থাকে। এবার নিজের ছবির
শুটিং স্পট থেকেই চুরি হলো অভিনেত্রী মৌসুমীর
দামি মোবাইল ফোন। ৬ সেপ্টেম্বর
হাতিরঝিলের
প্রিয়াঙ্কা শুটিং স্পটে মৌসুমী পরিচালিত তৃতীয়
ছবি ‘শুন্য হৃদয়’ এর শুটিং চলছিলো,
অভিনেত্রী যখন মগ্ন নির্মাণ আর অভিনয়
নিয়ে সেই ফাঁকে কে বা কারা যেন তার
ফোনটি নিয়ে যায়।
এ বিষয়ে কোন জিডি করা হয়নি।
তবে পুলিশকে বিষয়টি জানিয়ে রাখা হয়েছে বলে জানা যায়।
এই ছবিটির আগে মৌসুমী ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও
‘মেহের নিগার’ নামে ছবি দুটি ছবি নির্মাণ
করেছিলেন। তার তৃতীয় ছবি ‘শুন্য হৃদয়’ নির্মাণ
হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।



posted from Bloggeroid

No comments: