Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, September 14, 2014

দারুন বিপাকে সুপারস্টার !

প্রিয় বিনোদন ডেস্ক :ঢালিউডের সুপারস্টার শাকিব খানের
আসছে ঈদে কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। এমন টাই
শোনা যাচ্ছে সিনেমা পাড়ার মানুষের মুখে মুখে। গেল কয়েক
বছর যা হয়নি সেটাই এবার হতে চলেছে। শাকিব খান
বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন তিন ছবির
শুটিং নিয়ে। ছবিগুলো হচ্ছে নজরুল ইসলাম খান পরিচালিত
‘মনের ঠিকানা’, ওয়াকিল আহমেদ পরিচালিত ‘একালের নায়ক’
এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’।
তিন সিনেমার মধ্যে যে কোন দুটি ঈদে মুক্তি পাওয়ার জন্য
পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে সর্বশেষ পাওয়া তথ্য
অনুযায়ী, শাকিব খান ও অপু বিশ্বাস ‘মনের ঠিকানা’ ছবির
শুটিং করছেন। এ ছবির কাজ শেষ হওয়ার পর শুরু করবেন
বাকি দুই ছবির কাজ।
কিন্তু সমস্যাটা অন্যখানে আর তা হল ২৫শে সেপ্টেম্বরের
মধ্যে সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র
না পেলে ঈদে মুক্তি পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। শুধু তাই
নয় আরেকটি বড় সমস্যা হচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’
ছবির শুটিং। সাফিউদ্দিন সাফি পরিচালিত এ ছবির শুটিং ১৬ই
সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা।
ক্রোসকানেকশনে পাওয়া খবরে জানা গেছে, শাকিব খানের
পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে চলচ্চিত্রটির
শুটিং পেছানোর। কিন্তু এর প্রযোজনা সংস্থা কোনভাবেই
শুটিং পেছাবে না। প্রয়োজনে শাকিব খান সময়
মতো শুটিংয়ে না এলে বন্ধ করে দেবে চলচ্চিত্রের কাজ।
শাকিব খান যদি ব্যাংককে তিন ছবির শুটিং শেষ করেন
তাহলে এ ছবির কাজ তাকে ছাড়তে হবে। যদি এ ছবির কাজ
করতে দেশে ফিরে আসেন, তাহলে ব্যাংককে থাকা তিন
সিনেমার একটির কাজও শেষ হবে না।
আর এই সব বিষয় নিয়ে সিনেমা পাড়া বলে খ্যাত
কাকরাইলে দেনদরবার, বিচার-সালিশের কথাও শোনা গেছে।
এখন সবকিছু নির্ভর করছে শাকিব খানের ওপর।
তিনি কি করেন সেটা দেখার জন্য চলচ্চিত্র শিল্প
অপেক্ষা করলেও শাকিব খানের ছবি ছাড়া যদি ঈদের
মতো উৎসব পালন করতে হয়
তাহলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে চলচ্চিত্র
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।
এখন পর্যন্ত ঈদে দুটি সিনেমা মুক্তির
মিছিলে রয়েছে এগুলো হল আশিকুর রহমানের ‘কিস্তিমাত’
এবং সাফি উদ্দিন সাফির ‘ওয়ারনিং’ দুটি সিনেমার নায়ক
হিসেবে রয়েছেন আরেফিন শুভ। তাঁর বিপরীতে রয়েছেন
‘কিস্তিমাত’ এ আঁচল আঁখি ও ‘ওয়ারর্নিং’ এ মাহিয়া মাহি।

posted from Bloggeroid

No comments: