Headlines



gazitv2

w41j

gazitv

Friday, September 12, 2014

মংলায় ডুবে গেছে কার্গো জাহাজ

আজ মংলা বন্দরের পশুর চ্যানেলের
হাড়বাড়িয়া এলাকায় সিমেন্টের কাঁচামাল
(ক্লিংকার) বোঝাই একটি কার্গো জাহাজ
ডুবে গেছে।
বিদেশী একটি জাহাজ থেকে পণ্য বোঝাই
করে খুলনা যাওয়ার পথে শুক্রবার
সকালে জাহাজটির তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
এই কার্গো জাহাজ আজ সকাল ১০টার
দিকে খুলনার রূপসা এলাকার সেভেন সার্কেল
সিমেন্ট ফ্যাক্টরীর উদ্দেশ্যে যাওয়ার
পথে হাড়বাড়িয়া এলাকায় ডুবে যায়।এ সময়
জাহাজে থাকা ৮ জন নাবিক
সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
মংলা বন্দরের হারবার বিভাগ জানায়, পশুর
চ্যানেলের হাড়বাড়িয়ায় অবস্থানরত চীনের
পতাকাবাহী এমভি তাইহাইহু জাহাজ
থেকে ৬শ’ ৩০ মেট্রিক টন ক্লিংকার খালাস
করে কার্গো জাহাজ এমভি হাজেরা-১ এ লোড
করা হয়।
কর্তৃপক্ষ জানায়, ফিটনেসবিহীন অথবা অতিরিক্ত
বোঝাইয়ের কারণে জাহাজের
তলা ফেটে ডুবে গেছে কিনা, তা চিহ্নিত করতে বন্দর
কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।
জাহাজটি বন্দরের মূল চ্যানেলে ডুবে যাওয়ায় ওই
চ্যানেল দিয়ে সকল ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার
কমান্ডার কে এম আখতারুজ্জামান
জানান, নৌবাহিনীর
সদস্যরা ডুবে যাওয়া জাহাজটি মার্কিং করার
জন্য আজ দুপুর থেকে ওই এলাকায় কাজ শুরু করবে।
হারবার বিভাগ জানায়, ডুবন্ত জাহাজের
মার্কিং নির্ধারণ করে জাহাজ চলাচলের
ব্যবস্থা করা হবে।

posted from Bloggeroid

No comments: